সুদ কমার স্বপ্নে বুঁদ সূচক থামল ৪০ হাজারে

সোমবার বেড়েছে টাকার দামও। ফলে ৪৪ পয়সা কমে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৬৯.২৬ টাকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০১৯ ০২:২৬
Share:

লোকসভা ভোটের মরসুমে দু’বার ৪০,০০০-এর ঘুরে ঢুকলেও থিতু হতে পারেনি সেনসেক্স। ঋণনীতিতে সুদ কমার আশায় সোমবার সেই গণ্ডি পার করে সূচকটি থামল ৪০,২৬৭.৬২ অঙ্কে। যা নতুন রেকর্ড। সারা দিনে মোট উত্থান ৫৫৩.৪২ পয়েন্ট। একই ভাবে ১৬৫.৭৫ পয়েন্ট বেড়ে ১২,০৮৮.৫৫ অঙ্কে শেষ হয়ে নতুন নজির গড়ল নিফ্‌টি।

Advertisement

সোমবার বেড়েছে টাকার দামও। ফলে ৪৪ পয়সা কমে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৬৯.২৬ টাকা।

আগামী বৃহস্পতিবার ঋণনীতি ঘোষণা করবে রিজার্ভ ব্যাঙ্ক। দেশের অর্থনীতি সমস্যায়। মূল্যবৃদ্ধিতে লাগাম পড়লেও আর্থিক বৃদ্ধির গতি নিম্নমুখী। গত অর্থবর্ষে যা দাঁড়িয়েছে ৬.৮%। মোদী জমানায় সর্বনিম্ন। শিল্পে উৎপাদনের হার তলানিতে। বেড়েছে বেকারত্ব। অনেকের মতে, এই পরিস্থিতিতে সুদের হার কমিয়ে চাহিদা বাড়ানো এবং তার হাত ধরে শিল্প তথা বৃদ্ধির পালে গতি আনার চেষ্টা হতে পারে।

Advertisement

এ দিন বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি শেয়ার কিনেছে ৩,০৬৮.৮৮ কোটি টাকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন