সেনসেক্স বাড়ল ৪০২ পয়েন্ট

দেশে কেন্দ্রের একগুচ্ছ আর্থিক সংস্কার ঘোষণা। আর চিন-সহ বিদেশের শেয়ার বাজারের তেজী ভাব (জাপানের স্টক এক্সচেঞ্জ সূচক নিক্কেই বেড়েছে ৭.৭১%)— এই দুইয়ের জেরে বুধবার সেনসেক্স উঠল ৪০২ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে যা থামল ২৫,৭১৯.৫৮ অঙ্কে। ডলারে টাকার দামও এ দিন ১৪ পয়সা বেড়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০১:০৫
Share:

দেশে কেন্দ্রের একগুচ্ছ আর্থিক সংস্কার ঘোষণা। আর চিন-সহ বিদেশের শেয়ার বাজারের তেজী ভাব (জাপানের স্টক এক্সচেঞ্জ সূচক নিক্কেই বেড়েছে ৭.৭১%)— এই দুইয়ের জেরে বুধবার সেনসেক্স উঠল ৪০২ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে যা থামল ২৫,৭১৯.৫৮ অঙ্কে। ডলারে টাকার দামও এ দিন ১৪ পয়সা বেড়েছে। দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৬৬.৪১ টাকা। বাজারে নতুন করে বিদেশি লগ্নি আসার খবর এবং বিভিন্ন ব্যাঙ্ক ও রফতানিকারীদের ডলার বিক্রির জেরেই টাকার দাম বেড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন