National Pension System

টাকা তোলা থেকে প্রকল্প ছাড়া, আকর্ষণীয় করে তুলতে একাধিক নিয়ম বদল এনপিএস-এ

বরখাস্ত, পদত্যাগের মতো কোনও কারণে চাকরি ছাড়লে অবশ্য কর্মীকে অ্যানুইটি কিনতে হবে ৮০% তহবিল দিয়েই। বাকিটা একলপ্তে তোলা যাবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৬:২৪
Share:

—প্রতীকী চিত্র।

সামাজিক সুরক্ষায় জোর দেওয়ার লক্ষ্যে বারবারই ন্যাশনাল পেনশন সিস্টেমকে (এনপিএস) গুরুত্ব দিয়ে আসছে মোদী সরকার। প্রকল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলতে বুধবার সেটির বেশ কিছু নিয়মে বদলের কথা ঘোষণা করল তারা। যার মধ্যে রয়েছে সরকারি কর্মী বাদে বাকিদের ক্ষেত্রে আরও বেশি তহবিল (৮০%) তুলে নেওয়ার সুবিধা, প্রকল্প ছেড়ে বার হওয়ার সময় বৃদ্ধি। পেনশন নিয়ন্ত্রক পিএফআরডিএ জানিয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে নিয়মগুলি কার্যকর হবে। তাদের সিদ্ধান্ত অনুসারে—

  • সরকারি কর্মী বাদে এনপিএসের বাকি সদস্যেরা প্রকল্প ছাড়ার সময়ে তহবিলের ৮০% পর্যন্ত অর্থ তুলে নিতে পারবেন। বাকিটা দিয়ে কিনতে হবে অ্যানুইটি। এই অনুপাত এখন ৬০% এবং ৪০%।
  • প্রকল্প ছাড়ার বয়স ৭০ বছর থেকে বেড়ে হচ্ছে ৮৫ বছর।
  • এনপিএসে জমা তহবিল বন্ধক রেখে নেওয়া যাবে ঋণ।
  • তহবিল ৮ লক্ষ টাকার কম হলে পুরো টাকা অথবা নির্দিষ্ট সময় অন্তর টাকা তোলা যাবে।
  • প্রকল্পের পুরো মেয়াদে আংশিক টাকা তোলা যাবে চার বার। প্রতিটির মধ্যে চার বছরের তফাত থাকতে হবে। এখন তোলা যায় তিন বার।
  • ৬০ বছর বয়সের পরে তিন বার তিন বছর অন্তর টাকা তোলা যাবে।

সরকারী কর্মী সদস্যদের জন্যও কিছু নিয়ম পাল্টানো হয়েছে—

  • প্রকল্প ছাড়ার বয়স ৭৫ বছর থেকে বেড়ে ৮৫ বছর।
  • তহবিলের ৬০% টাকা তাঁরা তুলতে পারবেন এনপিএস ছাড়ার সময়ে। একলপ্তে বা ধাপে ধাপে তা তোলা যাবে।
  • বাকি ৪০% দিয়ে বাধ্যতামূলক ভাবে অ্যানুইটি কিনতে হবে।
  • বরখাস্ত, পদত্যাগের মতো কোনও কারণে চাকরি ছাড়লে অবশ্য কর্মীকে অ্যানুইটি কিনতে হবে ৮০% তহবিল দিয়েই। বাকিটা একলপ্তে তোলা যাবে।
  • তহবিল ৫ লক্ষের কম হলে মেয়াদ শেষে বা তার আগে এবং গ্রাহকের মৃত্যু হলে পুরো টাকাই তোলা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন