—প্রতিনিধিত্বমূলক ছবি।
আমেরিকার চড়া শুল্ক এবং বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাজারকে টেনে নামাচ্ছিল। মঙ্গলবার ভরসা জোগালো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা। সেনসেক্স ৩১৯.৭৮ উঠে হল ৮১,৮৫৭.৪৮। নিফ্টি ২৫,১৭৫.৪০। টাকার দামও বেড়েছে। ডলার ২২ পয়সা নেমে হয়েছে ৯১.৬৮ টাকা।
সংশ্লিষ্ট মহলের যদিও দাবি, ইইউ-র সঙ্গে চুক্তি গুরুত্বপূর্ণ। কিন্তু বাজারের উত্থান প্রত্যাশা মেটায়নি। বরং এ দিনও সেনসেক্স ছিল অস্থির। ওঠানামা করেছে প্রায় ১০০০ পয়েন্ট।
বিশেষজ্ঞ বিনয় আগরওয়াল বলেন, ‘‘চুক্তির ইতিবাচক প্রভাব পড়েছে সূচকে। তবে যতটা উচিত ছিল, ততটা নয়। অথচ এই চুক্তি ইইউ-র ২৭টি দেশে ভারতীয় পণ্যের রফতানি অনেকটা বাড়বে। যা আমেরিকার উপর চাপ বাড়াবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করার।’’ তাঁর দাবি, চুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণা হবে জানা ছিল বলেই হয়তো সূচক তেমন উঠল না। তবে এর বাস্তবায়ন কী রকম হয়, তার উপরেও আগামী দিনে নির্ভর করবে বাজারের গতি। যে ধরনের সংস্থার পণ্য রফতানি বাড়বে, সেগুলির শেয়ার দর চড়তে পারে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে