এক সপ্তাহ বাদে উঠে দাঁড়াল বাজার

বিশেষজ্ঞদের ধারণা, বাজারে শেয়ারের দামে যে-সংশোধন হওয়ার ছিল, তা হয়ে গিয়েছে। এ বার ফের শুরু হবে সূচকের দৌড়। এই ধারণা কতটা ঠিক, তার হদিশ পেতে অবশ্য বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, আজ মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে বাজার বন্ধ থাকছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ০৯:১০
Share:

এক দিকে আন্তর্জাতিক ক্ষেত্রে শেয়ার সূচকের উত্থান, অন্য দিকে ভারতে সন্দেহজনক ভুয়ো সংস্থাগুলির লেনদেন ফের শুরু হওয়ার জেরে সোমবার ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। এটা অবশ্য টানা এক সপ্তাহ বা পাঁচটি লেনদেনে সূচকের পতনের পর। আর ওই এক সপ্তাহেই সেনসেক্স খুইয়ে ফেলল ১১১১ পয়েন্টেরও বেশি।

Advertisement

সোমবার সেনসেক্স এক লাফে বেড়েছে ২৩৫.৪৪ পয়েন্ট। দাঁড়িয়েছে ৩১,৪৪৯.০৩ অঙ্কে। নিফ্‌টি ৮৩.৩৫ পয়েন্ট বেড়ে হয় ৯৭৯৪.১৫।

বিশেষজ্ঞদের ধারণা, বাজারে শেয়ারের দামে যে-সংশোধন হওয়ার ছিল, তা হয়ে গিয়েছে। এ বার ফের শুরু হবে সূচকের দৌড়। এই ধারণা কতটা ঠিক, তার হদিশ পেতে অবশ্য বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, আজ মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে বাজার বন্ধ থাকছে।

Advertisement

যে-সব কারণে শেয়ার বাজার গত পাঁচ দিন ধসের কবলে পড়েছিল, সেগুলির অধিকাংশেরই পরিবর্তন হয়েছে ভালর দিকে। যেমন:

• আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা কমে আসা

• দু’দেশের মধ্যে কথার সম্ভাবনায় ভারত-চিন সীমান্ত বিবাদ মেটা নিয়ে কিছুটা আশার আলো

• সেবির আপিল ট্রাইব্যুনালের নির্দেশে সন্দেহভাজন ভুয়ো সংস্থা বলে চিহ্নিত ৯টি কোম্পানির শেয়ার লেনদেন শুরু। সেবি তা বন্ধ করেছিল

এই সব কারণেই শেয়ার বাজারের মাথায় জমে থাকা কালো মেঘ প্রায় কেটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকেই। তবে ভুয়ো তকমা পাওয়া সংস্থাগুলির শেয়ার লেনদেন ফের চালু হলেও সেগুলির শেয়ার দর এ দিন পড়েছে ৯.৮০ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত।

এ দিকে অনুৎপাদক সম্পদের জন্য সংস্থান করতে গিয়ে পরপর ৩টি ত্রৈমাসিকে নিট লোকসান করল আইডিবিআই ব্যাঙ্ক। এপ্রিল-জুনে নিট লোকসান ৮৫৩ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন