পড়ল নেসলে, সান টিভি-র শেয়ার, আরও নামল সূচক

অব্যাহত থাকল শেয়ার বাজারের পতন। সোমবারও সেনসেক্স পড়ল ২৪৫.৪০ পয়েন্ট। দাঁড়াল ২৬,৫২৩.০৯ অঙ্কে। এ দিন ডলারের সাপেক্ষে ৩৩ পয়সা পড়ে গিয়েছে টাকার দামও। এক ডলার হয়েছে ৬৪.০৮ টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০২:৪৫
Share:

অব্যাহত থাকল শেয়ার বাজারের পতন। সোমবারও সেনসেক্স পড়ল ২৪৫.৪০ পয়েন্ট। দাঁড়াল ২৬,৫২৩.০৯ অঙ্কে। এ দিন ডলারের সাপেক্ষে ৩৩ পয়সা পড়ে গিয়েছে টাকার দামও। এক ডলার হয়েছে ৬৪.০৮ টাকা। গত প্রায় ১ মাসের মধ্যে এতটা নীচে নামেনি টাকার দর।

Advertisement

এ দিন ম্যাগি বিতর্কের জেরে নেসলের দর নেমেছে ৮%। গত চার দিনের লেনদেনে ম্যাগি তৈরির সংস্থাটির শেয়ার দরে পতনের হার ১৯%। অন্য দিকে, ২২% নেমেছে সান টিভির শেয়ারের দাম। তাদের ৩৩টি চ্যানেলের অনুমোদন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক খারিজ করে দেওয়াই যার কারণ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সুদ কমাতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন বলেন, এ বার সুদ কমলেও আগামী কয়েক মাসে তা আর এক দফা কমার সম্ভাবনা কম। কারণ, বর্ষা ভাল হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। আন্তর্জাতিক আর্থিক বা রাজনৈতিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হলে, তার বিরূপ প্রভাব ভারতে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। আর তাতেই আতঙ্ক ছড়ায় বাজারে। দ্রুত শেয়ার বিক্রি শুরু করেন লগ্নিকারীরা।

Advertisement

স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখ অবশ্য বলেন, ‘‘স্বল্প মেয়াদে বাজার অনিশ্চিত থাকলেও দীর্ঘ মেয়াদে তা তেজী হবে। মাস দুয়েকের মধ্যেই শুরু হবে ঘুরে দাঁড়ানো। কারণ, ব্যাঙ্কগুলি ইতিমধ্যেই সুদ কিছুটা কমিয়েছে। তার প্রভাব ক্রমশ শিল্পে পড়বে। চাঙ্গা হতে সুবিধা হবে আবাসন ও গাড়ি শিল্পের।’’ পাশাপাশি, তাঁর ধারণা, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি এখন শেয়ার বেচলেও ভারতীয় মিউচুয়াল ফান্ডগুলি টানা শেয়ার কিনছে। এর জেরেও হাল ফিরবে বাজারের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন