Makar Sankranti Rituals

মকর সংক্রান্তির দিন বিশেষ এক জিনিস খেলে ভাল ফল পাওয়া যায়! এই দিন আর কী কী উপায় মেনে চলবেন?

আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মোট ১২টা সংক্রান্তি হয়। তার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ সংক্রান্তি হল মকর সংক্রান্তি। এই সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য রয়েছে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০৭:৪০
Share:

—প্রতীকী ছবি।

১৪ জানুয়ারি ২০২৬, বুধবার মকর সংক্রান্তি। আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মোট ১২টা সংক্রান্তি হয়। তার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ সংক্রান্তি হল মকর সংক্রান্তি। এই সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য রয়েছে। দেশের নানা প্রান্তে এই দিনে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। মনে করা হয়, এই দিন যদি বিশেষ কিছু উপায় করা হয়, তা হলে আমরা জীবনে নানা দিক থেকে উপকৃত হতে পারব।

Advertisement

উপায়:

১) এই দিন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া খুবই শুভ বলে মানা হয়। অর্ঘ্য দেওয়ার সময় গঙ্গাজলে লাল ফুল, লাল চন্দন, আতপ চাল দিয়ে অর্ঘ্য নিবেদন করতে হবে। এ ছাড়া এই দিন গঙ্গাজলে কালো তিল দিয়েও সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দেওয়া খুব ভাল।

Advertisement

২) পৌষ সংক্রান্তির দিন বাড়িতে পুজো করার সময় ভগবানকে তিলের নাড়ু বা যে কোনও তিলের ভোগ নিবেদন করতে পারেন।

৩) মকর সংক্রান্তির পবিত্র তিথিতে কালো তিল খাওয়া অত্যন্ত শুভ। বিশেষ ফলপ্রাপ্তি ঘটে। সেটি দান করতে পারলেও খুব ভাল হয়।

৪) এই দিন বাড়িতে শান্তি বজায় রাখুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন।

৫) মকর সংক্রান্তির দিন সকালবেলা স্নান সেরে গরুকে রুটি এবং গুড় খাওয়ানোর চেষ্টা করুন।

৬) এই দিন যদি বাড়িতে কেউ আসেন, তা হলে তাকে কখনও খালি হাতে বা খালি মুখে ফেরাবেন না।

৭) সব কাজে সফলতা পেতে এই দিন চিনি, মিছরি, আলু এবং লঙ্কা দান করুন।

8) জীবনের সকল বাধা কাটিয়ে উঠতে এই দিন ঘি, চাল, ময়দা এবং দই দান করুন।

৯) এই দিন সকালবেলা সারা বাড়িতে অবশ্যই গঙ্গাজল ছেটান।

১০) মকর সংক্রান্তির দিন গঙ্গাস্নান করে সাধ্যমতো যে কোনও জিনিস দান করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement