Astro Tips

পৌষ সংক্রান্তিতে শুরু হয় সূর্যের উত্তরায়ণ, রবি-সম দীপ্তিময় হতে এই দিন মেনে চলুন সহজ পাঁচ উপায়

পৌষ মাসের শেষ ও মাঘের শুরু হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই সঙ্গে জ্যোর্তিবিদ্যাতেও এর গুরুত্ব রয়েছে। কারণ এই সময় সূর্যের উত্তরায়ণ শুরু হয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১০:৫৯
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আর কিছু দিন পর থেকেই শুরু হবে মাঘ মাস। মাঘ মাসের শুরুটা বাংলার বাকি মাসগুলির থেকে আলাদা। কারণ তার আগের দিন, অর্থাৎ, পৌষ সংক্রান্তির দিন শুরু হয় সূর্যের উত্তরায়ণ। পৌষ সংক্রান্তির দিন সূর্য ধনুর পরবর্তী রাশি মকরে গমন করে। সেই কারণে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি নামেও পরিচিত।

Advertisement

অন্য দিকে, পৌষ মাস হল মল মাস। এই মাসে কোনও শুভ কাজ করা যায় না। শুভ কাজ সম্পর্কিত আলোচনা, কেনাকাটা প্রভৃতিও এই মাসে করা নিষেধ। তবে পৌষ মাসের শেষ ও মাঘের শুরু হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই সঙ্গে জ্যোতির্বিদ্যাতেও এর গুরুত্ব রয়েছে। কারণ এই সময় সূর্যের উত্তরায়ণ শুরু হয়। সেই কারণে পৌষ মাসের শেষ দিন বিশেষ কিছু উপায় পালন করতে পারলে খুব ভাল ফল পাবেন। বিশেষ করে সূর্যের বছরে তাঁর কৃপায় ভাগ্যের অমানিশা দূর হবে।

উপায়:

Advertisement

১. পৌষ সংক্রান্তির দিন সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে সূর্যপ্রণাম করুন। এর আগে অবশ্যই স্নান করে শুদ্ধ বসন ধারণ করতে হবে। গায়ত্রী মন্ত্র বা সূর্যপ্রণাম মন্ত্র উচ্চারণ করতে করতে সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করলে বিশেষ ভাল ফল পাওয়া যাবে।

২. এই বিশেষ দিনে দানধ্যান করা অত্যন্ত শুভ। লাল বর্ণের পোশাক, কালো ছোলা ও কেশর দান করতে পারেন। সম্ভব না হলে, সাধ্যের মধ্যে লাল রঙের যে কোনও জিনিস দান করা যেতে পারে।

৩. পৌষ সংক্রান্তির দিন সন্ধ্যাবেলা তুলসীগাছে ধূপকাঠি ও প্রদীপ জ্বালান।

৪. এই দিন গুড়ের তৈরি কোনও মিষ্টি বা পিঠে বা পায়েস ঠাকুরকে নৈবেদ্য হিসাবে দিন। তার পর বাড়ির সকলে মিলে সেই প্রসাদ ভাগ করে খান। বাড়ির শিশুদের সবার আগে খেতে দিন। তার পর বড়রা খান।

৫. মকর সংক্রান্তির দিন নিরামিষ আহার গ্রহণ করুন। এই দিন আমিষ কিছু খাওয়া উচিত নয়। যে কোনও প্রকার নেশাদ্রব্য থেকেও দূরে থাকুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement