Makar Sankranti 2026

১৪ না ১৫ জানুয়ারি, কবে পড়ছে মকর সংক্রান্তি? ওই দিন পুণ্যস্নান করার শুভ সময় কখন? কী বলছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা?

মকর সংক্রান্তিতে কমবেশি সব জায়গাতেই আঞ্চলিক বিভিন্ন নামে বিভিন্ন উৎসব পালিত হয়। এই দিন অনেকে টুসুপুজোও করে থাকেন।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ০৭:৫৬
Share:

—প্রতীকী ছবি।

বাংলা মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয়ে থাকে। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে, সংক্রান্তি বলতে বোঝায় স্থানান্তর, সূর্যের স্থান পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন। সেই হিসাবে, পৌষ মাসের শেষ দিন, অর্থাৎ বাংলার নয় নম্বর মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি হিসাবে পরিচিত। জ্যোতির্বিদ্যার হিসাবে সূর্যদেব নবম রাশিতে অবস্থান শেষ করে পুত্রগৃহ দশম রাশি, অর্থাৎ মকর রাশিতে গমন করে পৌষ সংক্রান্তিতে। এই কারণে পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলে। মকর সংক্রান্তি তিথির গুরুত্ব বৃদ্ধির আর একটি কারণ হল এই দিন গঙ্গাদেবীর আবির্ভাব হয়। সেই কারণে মকর সংক্রান্তি তিথি গঙ্গাদেবীর আবির্ভাব তিথি নামেও পরিচিত। গঙ্গাদেবীর আবির্ভাব তিথি উপলক্ষে গঙ্গাসাগরে পালিত হয় বিশেষ উৎসব। এই উৎসবে মিলিত হয়ে বিশেষ এই তিথিতে সাগরসঙ্গমে স্নান সেরে ব্রহ্মার মানসপুত্র কপিলমুনির আশ্রমে পুজো দিলে বিশেষ পুণ্য লাভ হয়। তবে সাগরসঙ্গম যাত্রা সম্ভব না হলে ভক্তিভরে গঙ্গা বা নিকটবর্তী নদীতে স্নানেও পুণ্যলাভ করা যায়।

Advertisement

মকর সংক্রান্তিতে কমবেশি সব জায়গাতেই আঞ্চলিক বিভিন্ন নামে বিভিন্ন উৎসব পালিত হয়। এই দিন অনেকে টুসুপুজোও করে থাকেন। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাংলার মানুষদের কাছে পিঠে উৎসব এবং বাস্তুপুজো করার জন্য শুভ একটি দিন।

আগামী ১৪ জানুয়ারি, ২৯ পৌষ বুধবার মকর সংক্রান্তি।

Advertisement

অমৃতযোগ: সকাল ৭টা ৬ মিনিটের মধ্যে, পুনরায় ৭টা ৫০ মিনিট থেকে ৮টা ৩২ মিনিটের মধ্যে, পুনরায় ১০টা ৪০ মিনিট গতে ১২টা ৪৮ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫২ মিনিটের মধ্যে, পুনরায় ৮টা ৪০ মিনিট থেকে ৩টে ৪৩ মিনিট পর্যন্ত।

মাহেন্দ্রযোগ: সকাল ৭টা ৭ মিনিট থেকে ৭টা ৪৯ মিনিট, পুনরায় ১টা ৩৩ মিনিট থেকে ৩টে ৪০ মিনিট পর্যন্ত।

১৪ জানুয়ারি ২০২৬, ভারতীয় সময় বেলা ৩টে ৭ মিনিটে রবি (সূর্য) রাশি পরিবর্তন করে মকর রাশিতে গমন করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement