Tulsi Plant Astrology

সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতে বাড়িতে তুলসীগাছ লাগালে রুষ্ট হন মা লক্ষ্মী! কোন দিনগুলি রোপণের জন্য শ্রেষ্ঠ?

বাড়িতে পজ়িটিভ শক্তির সঞ্চার ঘটাতে অনেকেই বাড়িতে তুলসীগাছ লাগান। কিন্তু সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে তুলসীগাছ লাগানো উচিত নয়। এর ফলে শুভ ফল লাভের বদলে ক্ষতির আশঙ্কা দেখা যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৩:৩২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

তুলসী অত্যন্ত পবিত্র একটি গাছ। হিন্দু ধর্মে তুলসীকে দেবতা রূপে পুজো করার চল রয়েছে। প্রতি সন্ধ্যায় এই গাছের গোড়ায় প্রদীপ জ্বালালে ভাগ্যের আঁধার কেটে যায় বলে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মমতে, তুলসী হল মা লক্ষ্মীর রূপ। বাড়িতে পজ়িটিভ শক্তির সঞ্চার ঘটাতে অনেকেই বাড়িতে তুলসীগাছ লাগান। কিন্তু সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে তুলসীগাছ লাগানো উচিত নয়। এর ফলে শুভ ফল লাভের বদলে ক্ষতির আশঙ্কা দেখা যায়। এ ছাড়াও অন্যান্য গাছের থেকে তুলসীগাছ পরিচর্যার নিয়মও একটু আলাদা। যে হেতু এই গাছকে দেবতা রূপে পুজো করা হয়, তাই বাড়িতে তুলসীগাছ রাখার ক্ষেত্রে বিশেষ কিছু জিনিস মাথায় রাখা জরুরি।

Advertisement

সপ্তাহের কোন দিনগুলিতে তুলসীগাছ লাগানো যাবে না?

রবিবার, সোমবার এবং বুধবার তুলসীগাছ লাগানো উচিত নয়। এর ফলে লক্ষ্মীদেবী ও শ্রীবিষ্ণুর ক্ষোভ আমাদের উপর পড়তে পারে বলে মনে করা হয়। এর ফলে সংসারে অনটনের ছায়া পড়তে দেখা যায়। শত চেষ্টা করেও আর্থিক উন্নতি লাভ করা যায় না। এ ছাড়া একাদশীর দিনও তুলসীগাছ স্পর্শ করতে নেই।

Advertisement

তুলসীগাছ লাগানোর শুভ দিন কোনগুলি?

বৃহস্পতিবার ও শুক্রবার তুলসীগাছ লাগানোর জন্য শ্রেষ্ঠ বলে জানাচ্ছেন বাস্তুবিদেরা। এই দুই দিন তুলসীগাছ লাগানো যেতে পারে। তবে এই দিনগুলিতে যদি একাদশী, অমাবস্যা ও পূর্ণিমা পড়ে, তা হলে তুলসীগাছ লাগানো যাবে না।

বাড়িতে তুলসীগাছ রাখার ক্ষেত্রে আর কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে?

  • অশুচি অবস্থায় তুলসীগাছ স্পর্শ করা যাবে না। মাছ-মাংস খাওয়ার পরও এই গাছে হাত না দেওয়াই শ্রেয়।
  • সন্ধ্যার পর তুলসীগাছ স্পর্শ করা বা সেখান থেকে পাতা ছেঁড়া অনুচিত। একাদশী, গ্রহণ চলাকালীন, অমাবস্যা এবং পূর্ণিমাতেও তুলসীপাতা ছেঁড়া যাবে না।
  • তুলসীগাছের কাছে জুতো, ঝাঁটা, ঘর মোছার পাত্র, ডাস্টবিন, আবর্জনা প্রভৃতি রাখা যাবে না।
  • তুলসীগাছ শুকিয়ে গেলে সেটিকে তৎক্ষণাৎ সেখান থেকে সরাতে হবে। তবে যেখানে-সেখানে ফেলা যাবে না। কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement