ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
কুনজর থেকে বাঁচতে অনেকেই পায়ে কালো রঙের কার পরে থাকেন। অনেকে আবার কেবল দেখতে সুন্দর লাগে বলেও পরে থাকেন। কালো কার যে খারাপ নজর থেকে আমাদের রক্ষা করার ব্যাপারে কার্যকরী এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কালো কার শনিদেব ও রাহু-কেতুর সঙ্গে সম্পর্কিত। সেই কারণে যাঁরা পায়ে কালো কার পরেন, অপরের বিষনজর তাঁদের ক্ষতি করতে পারে না। কিন্তু যে কেউ পায়ে কালো কার পরে নিলেই শুভ ফল পাবেন না। রাশিচক্রের কিছু রাশি রয়েছে যাঁরা পায়ে কালো কার পরলে ভালর বদলে খারাপ ফল পান।
কোন রাশির ব্যক্তিদের কালো কার পরা উচিত নয়?
মেষ: মেষ জাতক-জাতিকাদের উপর মঙ্গলের প্রভাব থাকে। এই রাশির ব্যক্তিদের তাই কালো কার পরা উচিত নয়। কারণ, মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক ভাল নয় বলে মনে করা হয়। কালো কার পরার ফলে এঁদের রাগ বৃদ্ধি পায়।
কর্কট: চাঁদের রাশি কর্কট জাতক-জাতিকারা শান্ত প্রকৃতির হন। কালো কার পরার ফলে শনির প্রভাবে এঁদের জীবনে নানা সমস্যা দেখা দেয়। অশান্তি বৃদ্ধি পায়, আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা সমস্যার হয়ে যায়। এই রাশির ব্যক্তিদেরও তাই কালো কার না পরাই উচিত।
সিংহ: সিংহের উপর সূর্যের প্রভাব থাকে। শাস্ত্রমতে, সূর্য ও শনির সম্পর্ক ভাল নয়। সিংহ রাশির জাতক-জাতিকাদের তাই কালো কার পরা উচিত নয়। এর ফলে পেশাক্ষেত্রে এঁদের নানা বাধার সম্মুখীন হতে হয়। সম্মানহানির আশঙ্কা বৃদ্ধি পায়।
বৃশ্চিক: মঙ্গলের প্রভাব বৃশ্চিক জাতক-জাতিকাদের উপরও থাকে। কালো কার পরলে এঁদের জীবনে অশান্তির শেষ থাকে না। আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা যায়। তাই বৃশ্চিক রাশির ব্যক্তিদেরও কালো কার পরা এড়িয়ে চলা উচিত।