Auspicious Things to Keep in Wallet

অর্থভাগ্যের দীপ্তি দেখে নিজেই অবাক হবেন, রাশি মেনে মানিব্যাগে বিশেষ কিছু জিনিস রাখলে টাকা কাছছাড়া হবে না

আর্থিক ক্ষেত্র উন্নত করার জন্য জ্যোতিষশাস্ত্রে নানা উপায় পালনের কথা বলা রয়েছে। এর মধ্যে একটি অতি পরিচিত ও সহজ উপায় হল মানিব্যাগে নির্দিষ্ট কিছু জিনিস রাখা।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৪:২৪
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

টাকার সমস্যা বড় সমস্যা। হাতে পরিমিত পরিমাণে টাকা না থাকলে কিছুই ভাল লাগে না। অনেক ক্ষেত্রে দেখা যায় পর্যাপ্ত আয়ের পরও মাসের কিছু দিন যেতে না যেতেই টাকা শেষ হয়ে যাচ্ছে। বহু চেষ্টা করেও খরচ কমানো যাচ্ছে না। নানা কারণে এ রকম হতে পারে। আর্থিক ক্ষেত্র উন্নত করার জন্য জ্যোতিষশাস্ত্রে নানা উপায় পালনের কথা বলা রয়েছে। এর মধ্যে একটি অতি পরিচিত ও সহজ উপায় হল মানিব্যাগে নির্দিষ্ট কিছু জিনিস রাখা। শাস্ত্রমতে, রাশি অনুযায়ী মানিব্যাগে কয়েকটি জিনিস যদি রাখা যায়, তা হলে অর্থভাগ্যের উন্নতি ঘটে। মানিব্যাগ কখনও শূন্য হয় না।

Advertisement

রাশি মেনে মানিব্যাগে কী রাখতে হবে?

মেষ: মঙ্গলের রাশি মেষের জাতক-জাতিকারা মানিব্যাগে ছোট তামার মুদ্রা বা লাল রঙের কাপড়ের টুকরো রাখতে পারেন। অর্থ উপার্জন হওয়ার সঙ্গে সঙ্গে সঞ্চয়ও ভাল হবে।

Advertisement

বৃষ: রুপোর মুদ্রা বা পদ্মের বীজ বৃষ রাশির জাতক-জাতিকাদের মানিব্যাগে রাখার জন্য শুভ মনে করা হচ্ছে। এর ফলে এঁদের খরচের হাত কমবে।

মিথুন: মিথুন জাতক-জাতিকারা পার্সে এলাচ বা সবুজ কাপড়ের টুকরো রাখতে পারেন। খুব ভাল ফল পাবেন।

কর্কট: চাঁদের রাশি কর্কটের ব্যক্তিরা পার্সে সাদা বর্ণের মুক্তো বা রুপোর টুকরো রাখলে আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা লাভ করবেন।

সিংহ: অর্থভাগ্য উন্নত করার জন্য সিংহ জাতক-জাতিকারা মানিব্যাগে সোনার জল করা কাগজের টুকরো বা ছোট আকৃতির সূর্যযন্ত্র রাখতে পারেন।

কন্যা: কন্যা রাশির ব্যক্তিরা মানিব্যাগে কিছুটা মৌরি রেখে দেখুন। অর্থ উপার্জনের পথে আসা সকল বাধা ধীরে ধীরে কেটে যাবে।

তুলা: পার্সে সুগন্ধি মাখানো তুলো বা রুপোর তৈরি শ্রীযন্ত্র রাখলে তুলা জাতক-জাতিকারা আর্থিক স্থিতিশীলতা লাভের সুযোগ পাবেন।

বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারা মানিব্যাগে লাল চন্দনের টুকরো বা তামার ছোট মুদ্রা রাখতে পারেন। খুব ভাল ফল পাবেন।

ধনু: আটকে থাকা টাকা ফেরত পেতে ও অর্থভাগ্যের উন্নতি ঘটাতে ধনু জাতক-জাতিকারা পার্সে হলুদ রঙের কাগজ বা শুকনো হলুদের টুকরো রাখতে পারেন।

মকর: শনির রাশি মকরের ব্যক্তিরা মানিব্যাগে লোহার মুদ্রা বা কালো রঙের সুতো রেখে দেখুন। অর্থভাগ্যের দারুণ উন্নতি হবে।

কুম্ভ: ময়ূরের পালক বা নীল রঙের পাথর মানিব্যাগে রাখা কুম্ভ জাতক-জাতিকাদের জন্য শুভ হবে। এর ফলে আয়ের পথে আসা সমস্ত বাধা কেটে যাবে।

মীন: জীবনে আর্থিক সমৃদ্ধি আনতে মীন জাতক-জাতিকারা মানিব্যাগে কেশর বা ছোট সোনার মুদ্রা রাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement