2026 Luckiest Months

বছর জুড়ে ‘পৌষ মাস’! কেউ মার্চে পছন্দের চাকরি পাবেন, কারও ভাল কাটবে সেপ্টেম্বর, ২০২৬-এ আপনার ‘লাকি’ মাস কোনটি?

বছরের ৩৬৫টি দিনই কারও একই ছন্দে কাটতে পারে না। খারাপ যেমন হয়েছে, তেমন ভাল হওয়াও অবশ্যম্ভাবী। সেই দিক দিয়ে বিচার করে দেখা যাচ্ছে ২০২৬-এর কিছু মাসে নির্দিষ্ট কয়েকটি রাশির ব্যক্তিরা খুব ভাল ফল পেতে পারেন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ০৯:৪৫
Share:
০১ ১৭

নতুন বছর মানেই আগের বছর অসম্পূর্ণ থেকে যাওয়া সকল শখগুলিকে পূরণ করার নব উদ্যম। নতুন বছর শুরু হওয়ার আগেই সবাই ঠিক করে নেন যে আগামী বছরে তাঁরা কোন কোন জিনিসগুলি করেই ছাড়বেন। তার পর বছর শুরু হতে না হতেই শুরু হয়ে যায় ইচ্ছাপূরণের প্রস্তুতি পর্ব।

০২ ১৭

২০২৬ শুরু হয়ে বেশ কিছু দিন কেটে গিয়েছে। অনেকেরই শখপূরণের উদ্যমও ঘটনাক্রমে ফিকে হয়ে এসেছে। কারণ নতুন বছর শুরু হয়েছে মানেই যে ভাগ্যের ভোল পুরোপুরি বদলে গিয়েছে তা নয়।

Advertisement
০৩ ১৭

বছরের শুরুটা যে সকলের ক্ষেত্রে সমান হয় তা নয়। কারও যেমন খুব ভাল হয়, তেমনই কারও বছরের শুরুটা খারাপও হতে পারে। শুরুর মুখে খারাপ ঘটনার সাক্ষী হলে, পরে গিয়ে যে সেই বছরটা আর ভাল কাটবে না সেটা ভেবে নেওয়াই স্বাভাবিক। কিন্তু সেটি ভাবা উচিত কাজ নয়।

০৪ ১৭

বছরের ৩৬৫টি দিনই কারও একই ছন্দে কাটতে পারে না। খারাপ যেমন হয়েছে, তেমন ভাল হওয়াও অবশ্যম্ভাবী। সেই দিক দিয়ে বিচার করে দেখা যাচ্ছে ২০২৬-এর কিছু মাসে নির্দিষ্ট কয়েকটি রাশির ব্যক্তিরা খুব ভাল ফল পেতে পারেন।

০৫ ১৭

বারোটি রাশির প্রত্যেকেরই কোনও না কোনও মাস খুব ভাল কাটতে চলেছে। সেই সময় যে কোনও কাজে এঁরা সফলতা পেতে পারেন। কোন রাশির জন্য কোন মাস শুভ হবে জেনে নিন।

০৬ ১৭

মেষ: এপ্রিল, জুলাই ও নভেম্বর, এই তিন মাস মেষ জাতক-জাতিকাদের খুব ভাল কাটতে চলেছে। এপ্রিলে আপনাদের নতুন কোনও কাজ শুরু করার প্রতি উৎসাহ জাগবে, আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। জুলাইয়ে পরিশ্রমের ফল পাবেন। কোনও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার জন্য নভেম্বর মাসটি বেছে নিতে পারেন। সম্পর্ক হোক বা পেশাজীবন, সব ক্ষেত্রেই ভাল ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

০৭ ১৭

বৃষ: বৃষ জাতক-জাতিকাদের জন্য শুভ হবে মে, অগস্ট ও ডিসেম্বর মাস। মে মাসে নতুন আয়ের উৎসের সন্ধান পেতে পারেন, যা আপনাকে পেশার ক্ষেত্রেও এগিয়ে যেতে সাহায্য করবে। অগস্ট মাসে স্বাস্থ্যে সুপরিবর্তন দেখতে পাবেন। রোজনামচায় স্বাস্থ্যকর অভ্যাস যোগ করা জরুরি। কোনও দীর্ঘমেয়াদি খাতে বিনিয়োগ করার জন্য শ্রেষ্ঠ হবে ডিসেম্বর মাস।

০৮ ১৭

মিথুন: ফেব্রুয়ারি, জুন ও সেপ্টেম্বর মাস মিথুন জাতক-জাতিকাদের জন্য নানা সুযোগ নিয়ে আসতে চলেছে। কোনও নতুন জিনিস শেখা ও সংযোগ স্থাপনের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য উপযুক্ত হবে। এই সময় আপনাদের বাচনক্ষমতার উন্নতি ঘটবে। জুনে নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন। সেপ্টেম্বর মাস মিথুন রাশির ব্যক্তিদের আয়ক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থলাভের সম্ভাবনা দেখা যাচ্ছে।

০৯ ১৭

কর্কট: নতুন বছরের মার্চ, জুলাই এবং অক্টোবর— এই তিন মাস কর্কট রাশির জাতক-জাতিকাদের খুব ভাল কাটতে চলেছে। মার্চে আপনাদের জীবনধারায় সুপরিবর্তন দেখা যাবে। এর ফলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে। জুলাইয়ে পরিবারের সঙ্গে সুখকর সময় কাটানোর সুযোগ পাবেন। পারিবারিক বন্ধন দৃঢ় হবে। অক্টোবর মাসে কোনও ঝামেলার থেকে মুক্তি পাওয়ার ফলে শান্তি লাভ করবেন।

১০ ১৭

সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য জুন, অগস্ট ও ডিসেম্বর মাস খুব শুভ হতে চলেছে। জুন মাসে এই রাশির ব্যক্তিদের কর্মদক্ষতায় সুপরিবর্তন দেখা দেবে। যে কোনও কাজ এঁরা দৃঢ়তার সঙ্গে সম্পন্ন করবেন। ফলত ঊর্ধ্বতনদের প্রশংসা কুড়োবেন। অগস্টে নেতৃত্বদানের সুযোগ পেতে পারেন। এর ফলে নিজের প্রতি আস্থা বৃদ্ধি পাবে। ডিসেম্বরে নিজে কী চান সেই বিষয়ে নিশ্চয়তা পাবেন। মন শান্ত থাকবে।

১১ ১৭

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা জানুয়ারি, মে ও সেপ্টেম্বর মাসে নানা দিক থেকে সুযোগ পেতে চলেছেন। জানুয়ারিতে পেশা ও আর্থিক ক্ষেত্রে অগ্রগতির সুযোগ পাবেন। মে মাসে বহু দিনের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারবেন। এই কাজে বাড়ির লোকেদের সহযোগিতাও পাবেন। সেপ্টেম্বর মাসে মানসিক চাপ কমবে, জীবনে নিশ্চয়তা আসবে।

১২ ১৭

তুলা: ২০২৬-এর এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাস তুলা রাশির জাতক-জাতিকাদের খুব ভাল কাটতে চলেছে। এপ্রিল মাসে সম্পর্কের দিক দিয়ে কোনও মন ভাল করা খবর পেতে পারেন। এর ফলে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে। জুলাই মাসে পদোন্নতির সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর ফলে আর্থিক ক্ষেত্রেও সুপরিবর্তন দেখা যাবে। অক্টোবরে স্বাস্থ্যের উন্নতি ঘটবে।

১৩ ১৭

বৃশ্চিক: ফেব্রুয়ারি, অগস্ট এবং নভেম্বর মাসে বৃশ্চিক জাতক-জাতিকাদের কপালের আঁধার কেটে যেতে পারে। ফেব্রুয়ারি মাসটা যে কোনও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার জন্য উপযুক্ত হবে। অগস্ট মাসে যে কোনও কাজ নিয়ম অনুসারে করতে পারবেন। তাই খুব ফল পাবেন। নভেম্বর মাসে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই সময় বৃশ্চিক রাশির ব্যক্তিরা মনের সকল দ্বন্দ্ব কাটিয়ে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারবেন।

১৪ ১৭

ধনু: ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য মার্চ, জুন ও ডিসেম্বর মাস তিনটি অত্যন্ত সুখকর হতে চলেছে। মার্চে ধনু ব্যক্তিদের মনে চলতে থাকা দোলাচল কেটে যাবে এবং লক্ষ্য স্থির করতে পারবেন, যা আপনাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। জুনে ব্যক্তিগত জীবন ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। ডিসেম্বরে আপনারা লক্ষ্যের দিকে আরও কয়েক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন।

১৫ ১৭

মকর: নতুন বছরের জানুয়ারি, এপ্রিল ও সেপ্টেম্বর মাস তিনটি মকর জাতক-জাতিকাদের খুব ভাল কাটবে। জানুয়ারিতে আপনারা পুরনো চাকরি বদলে মনের মতো চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পাবেন। এপ্রিলে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহায়তায় কোনও গুরুত্বপূর্ণ কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পারবেন। এর ফলে ঊর্ধ্বতনের প্রিয় হয়ে উঠবেন। সেপ্টেম্বরে হঠাৎ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রের উন্নতি ঘটবে।

১৬ ১৭

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারা ফেব্রুয়ারি, জুলাই এবং অক্টোবর মাসে নানা দিক থেকে অগ্রগতির সুযোগ পাবেন। ফেব্রুয়ারিতে আপনারা কোনও নতুন কিছু শেখার সুযোগ পাবেন, যা ভবিষ্যতে আপনাদের পেশার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে। জুলাইয়ে আপনাদের দায়িত্বজ্ঞান বৃদ্ধি পাবে। এর ফলে সঞ্চয়ের প্রতি ঝোঁক বাড়বে। অক্টোবরে সম্পর্কজীবনে সুখের রং লাগবে। সঙ্গীর ব্যবহারে আনন্দ পাবেন।

১৭ ১৭

মীন: মার্চ, জুন ও নভেম্বর মাস তিনটি মীন জাতক-জাতিকাদের খুব ভাল কাটতে চলেছে। মার্চে সকল মানসিক চাপ থেকে মুক্তি পাবেন এবং নতুন করে জীবন শুরু করার সুযোগ মিলবে। জুনে কঠোর পরিশ্রমের ফল পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। নভেম্বরে শান্তি অনুভব করবেন। এই সময় পছন্দের মানুষকে মনের কথা বলতে পারেন। ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement