টাটা মোটরসে নিজেদের হাতে থাকা ১.৩৩% শেয়ার বিভিন্ন লগ্নিকারী সংস্থার কাছে বিক্রি করল টাটা স্টিল। এর মাধ্যমে ১,২৫০.৬৯ কোটি টাকা তুলেছে সংস্থাটি। আগামী দিনে সম পরিমাণ শেয়ার (যার ফেস ভ্যালু ২ টাকা) মূল সংস্থা টাটা সন্সের কাছেও বিক্রি করা হবে বলে জানিয়েছে তারা। যার সাহায্যে আরও ১,২৫০ কোটি তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে টাটা স্টিল। সংস্থা ঢেলে সাজতেই এই উদ্যোগ বলে দাবি তাদের।