টানা বাড়ছে শেয়ার সূচক

অব্যাহত রয়েছে সূচকের উত্থান। খুব অল্প হলেও মঙ্গলবার বাড়ল শেয়ার বাজার। এই দিন সেনসেক্স বেড়েছে ১২.৭৫ পয়েন্ট। তবে এর আগে টানা চার দিনেই সূচকের উত্থান হয়েছে ১,৬৪৪.৪৮ পয়েন্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ০২:৫০
Share:

অব্যাহত রয়েছে সূচকের উত্থান। খুব অল্প হলেও মঙ্গলবার বাড়ল শেয়ার বাজার। এই দিন সেনসেক্স বেড়েছে ১২.৭৫ পয়েন্ট। তবে এর আগে টানা চার দিনেই সূচকের উত্থান হয়েছে ১,৬৪৪.৪৮ পয়েন্ট। এ দিন বাজার বন্ধের সময়ে সেনসেক্স থামে ২৪,৬৫৯.২৩ অঙ্কে। তবে এ দিন খুব সামান্য কমেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টি।

Advertisement

তবে টানা ছ’দিন ওঠার পরে এ দিন পড়েছে টাকার দাম। ডলারের সাপেক্ষে টাকা ২৭ পয়সা পড়ে যায়। ফলে লেনদেন শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৭.৩৫ টাকা।

এ দিন অবশ্য লেনদেন শুরুর পরে দ্রুত বেড়েছিল বাজার। কিন্তু পরের দিকে মুনাফার টাকা তুলে নেওয়ার জন্য লগ্নিকারীরা শেয়ার বিক্রি করতে থাকেন। যার জেরে নেমে আসে সূচকের পারা। জাস্টডায়াল সংস্থার শেয়ার এ দিন ওই কারণেই এক ধাক্কায় পড়েছে ১৪ শতাংশ।

Advertisement

এশিয়ার অধিকাংশ শেয়ার সূচকের মুখ এ দিন ছিল নীচের দিকে। চিনের রফতানি বাণিজ্য উল্লেখযোগ্য ভাবে কমার খবরের বিরূপ প্রভাবই এশীয় বাজারের পতনের কারণ বলে খবর সংবাদ সংস্থার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement