Shyam Metalics

রাজ্যে ৬০০০ কোটি লগ্নির পথে শ্যাম মেটালিক্স

পশ্চিমবঙ্গ সার্বিক ভাবেই ইস্পাত শিল্পের অন্যতম কেন্দ্র। বড় সংস্থার পাশাপাশি বহু ছোট-মাঝারি সংস্থাও ইস্পাত এবং ইস্পাতজাত নানা পণ্য উৎপাদন করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ০৯:১৬
Share:

প্রতীকী ছবি।

কারখানা সম্প্রসারণ এবং নতুন সংস্থা অধিগ্রহণ করে আগামী দিনে ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা করেছে কলকাতার ইস্পাত ও অ্যালুমিনিয়াম সংস্থা শ্যাম মেটালিক্স অ্যান্ড এনার্জি (এসএমইএল)। লগ্নি করবে ১০,০০০ কোটি টাকা। যার ৬০-৬৫ শতাংশ পশ্চিমবঙ্গে ঢালা হবে বলে জানিয়েছে সংস্থা। টাকার অঙ্কে সেই পরিমাণ কমপক্ষে ৬০০০ কোটি। কর্তৃপক্ষের দাবি, এর হাত ধরে রাজ্যে কয়েক হাজার কর্মসংস্থান তৈরি হবে।

Advertisement

পশ্চিমবঙ্গ সার্বিক ভাবেই ইস্পাত শিল্পের অন্যতম কেন্দ্র। বড় সংস্থার পাশাপাশি বহু ছোট-মাঝারি সংস্থাও ইস্পাত এবং ইস্পাতজাত নানা পণ্য উৎপাদন করে। তবে শ্যাম মেটালিক্স এ রাজ্যের পাশাপাশি বিনিয়োগ করছে ওড়িশাতেও। গত মে মাসে দেউলিয়া বিধি আদালতের মাধ্যমে এ রাজ্যের রামস্বরূপ ইন্ডাস্ট্রিজ়-কে অধিগ্রহণ করেছে তারা। তার পরেই ৪৫০ কোটি টাকা খরচ করে মধ্যপ্রদেশের মিত্তল কর্প-কে কিনে নিয়েছে, জানান এসএমইএল-এর ভাইস চেয়ারম্যান তথা এমডি ব্রিজভূষণ আগরওয়াল। সংস্থার কর্তাদের আশা, আগামী এক বছরের মধ্যে খড়্গপুরে রামস্বরূপের কারখানাটিও ফের ঘুরে দাঁড়াতে পারবে। যা খুলে দেবে আরও প্রায় হাজার তিনেক কর্মসংস্থানের সুযোগ।

সংস্থা অধিগ্রহণের পাশাপাশি চালু কারখানার সম্প্রসারণ করাও লক্ষ্য শ্যাম মেটালিক্সের। সেই সূত্রেই মঙ্গলবার ব্রিজভূষণ জানান, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে তাঁরা ১০,০০০ কোটি টাকা লগ্নি করবেন দেশে। তার মধ্যে ৬০ থেকে ৬৫ শতাংশ হবে এ রাজ্যে। সেই অর্থের আবার ৮০% খরচ হবে জামুরিয়ায় সংস্থার কারখানা সম্প্রসারণ করে উৎপাদন ক্ষমতা বাড়াতে। বাকিটা ঢালা হবে রাজ্যের অন্যত্র।

Advertisement

সব ধরনের পণ্য মিলিয়ে এখন এসএমইএল-এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৮৮ লক্ষ টন। পাঁচ বছরে বেড়ে হওয়ার কথা ১.৪৫ কোটি টন। গত অর্থবর্ষে মোট ব্যবসা পেরিয়েছে ১০,৩০০ কোটি টাকা। আগামী তিন বছরে লক্ষ্য ২৫ হাজার কোটি। এখন সংস্থার মোট আয়ের প্রায় ৬৩ শতাংশের সূত্রই ইস্পাত ব্যবসা। এ বার অ্যালুমিনিয়াম ব্যবসার বহর বৃদ্ধিতেও নজর দিচ্ছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement