মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের সামনে সুদ ছাঁটাইয়ের পথ আরও চওড়া করল বলে মনে করছেন লগ্নিকারীরা। আর মূলত সেই প্রত্যাশাতেই শুক্রবার সেনসেক্স উঠল ২৫৫ পয়েন্ট। দাঁড়াল ২৬,২১৮.৯১ অঙ্কে। এ দিন ডলারও বেচতে শুরু করেন অনেকে। ফলে টাকার দাম বাড়ে ৭৯ পয়সা। ২০১৩-এর ১৯ সেপ্টেম্বরের পর যা দিনের সর্বোচ্চ বৃদ্ধি। এক ডলার দাঁড়িয়েছে ৬৫.৬৭ টাকা।