National News

মার্চে বিক্রি মাত্র ১৭৪টি, টাটা ন্যানো কি অস্তাচলে যাচ্ছে?

মার্চে মাত্র ১৭৪টি ন্যানো গাড়ি বিক্রি করেছে টাটা মোটরস। যে একলাখি গাড়ি নিয়ে মানুষের মধ্যে এত উত্সাহ ছিল, প্রশ্ন উঠছে তবে কি সেই উত্সাহে ভাটা পড়েছে? এ নিয়ে সংস্থারই দু’টি ভিন্ন মত রয়েছে। তবে এই গাড়ির বিক্রি কেন কমে যাচ্ছে তা নিয়ে কেউই মুখ খোলেননি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ১৯:৩৯
Share:

মার্চে মাত্র ১৭৪টি ন্যানো গাড়ি বিক্রি করেছে টাটা মোটরস। যে একলাখি গাড়ি নিয়ে মানুষের মধ্যে এত উত্সাহ ছিল, প্রশ্ন উঠছে তবে কি সেই উত্সাহে ভাটা পড়েছে? এ নিয়ে সংস্থারই দু’টি ভিন্ন মত রয়েছে। তবে এই গাড়ির বিক্রি কেন কমে যাচ্ছে তা নিয়ে কেউই মুখ খোলেননি।

Advertisement

সূত্রের খবর, সংস্থা এখন বিশেষ কিছু মডেলের উপর নজর দিচ্ছে। যে সংস্থা ন্যানোর যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থার এক শীর্ষ কর্তা জানান, ন্যানো নিয়ে মানুষের যেমন উত্সাহ করমে গিয়েছে, সংস্থাও এই গাড়ি প্রতি তেমন কোনও নজর দিচ্ছে না। ফলে ধীরে ধীরে ন্যানোর মত একলাখি গাড়ি ভবিষ্যতে দেশের রাস্তা থেকে উধাও হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: বিজেপি কর্মসমিতি: অনগ্রসর মুসলিমদের উন্নয়নে জোর মোদীর

Advertisement

তবে এই গাড়ির চাহিদা কমে যাওয়ার পিছনে আরও একটা বড় কারণ দেখছেন বিশেষজ্ঞরা। ন্যানো আরও আধুনিক করা হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। প্রশ্ন উঠছে, গ্রাহকদের গাড়ির চাহিদার ধরন যে ভাবে বদলাচ্ছে, নতুন রূপে এলেও ন্যানো কি প্রতিযোগিতায় টিকতে পারবে? বিশেষজ্ঞরা বলছেন, মানুষ এখন স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি)-এর দিকে ঝুঁকছে। বড় গাড়ির চাহিদা বাড়ছে তার ফলে। ফলে ন্যানোর মতো কম দামি গাড়ি গ্রাহকদের প্রলুব্ধ করতে ব্যর্থ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement