তিন দিনের জন্য টিকিটে বিশেষ ছাড় দিচ্ছে বিমান সংস্থা স্পাইসজেট। তারা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার মাঝ রাত পর্যন্ত সব ঘরোয়া রুটে ন্যূনতম ৫৯৯ টাকায় (মূল ভাড়া) টিকিট দিচ্ছে। এর উপরে কর অতিরিক্ত। যা ব্যবহার করতে হবে ১ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে দেওয়া হবে। ওই একই সময়ের মধ্যে কাটলে ৭৫০ টাকায় টিকিট দেওয়ার কথা ঘোষণা করেছে ইন্ডিগোও।