LIC on Adani Group

কোনও শিল্প গোষ্ঠীতে এলআইসি-র লগ্নির ক্ষেত্রে প্রথম তিনে নেই আদানি, সংসদে জানাল কেন্দ্র

কেন্দ্র বলেছিল, পুরোটাই লগ্নির প্রক্রিয়া। এলআইসি-র টাকা বহু বেসরকারি সংস্থায় খাটে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:১৩
Share:

এলআইসি ভবন। নিজস্ব চিত্র।

জীবন বিমা নিগমের (এলআইসি) টাকা আদানি গোষ্ঠীর সংস্থায় লগ্নি করা নিয়ে বহু দিন ধরেই চলছে রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি ছিল, মোদী সরকার এলআইসি-তে জমা মানুষের টাকা দিয়ে আদানিদের নগদের ঘাটতি মেটাতে সাহায্য করেছে। কেন্দ্র বলেছিল, পুরোটাই লগ্নির প্রক্রিয়া। এলআইসি-র টাকা বহু বেসরকারি সংস্থায় খাটে। এই অবস্থায় মঙ্গলবার রাজ্যসভায় ফের আদানি প্রশ্নে স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করল কেন্দ্র। দাবি করল, কোনও শিল্প গোষ্ঠীতে এলআইসি-র লগ্নির ক্ষেত্রে প্রথম তিনে নেই গৌতম আদানির সংস্থা। সর্বাধিক পুঁজি গিয়েছে টাটা গোষ্ঠীতে (৮৮,৪০.২৮ কোটি টাকা)। দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে এইচডিএফসি (৮০,৮৪৩.০১ কোটি) ও রিলায়্যান্স (৬০,০৬৫.৫৬ কোটি)। চতুর্থ আদানি (৪৭,৬৩৩.৭৮ কোটি)। ৪৬,৬২১.৭৬ কোটি নিয়ে পঞ্চম এসবিআই।

আজ সংসদে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ও ডেরেক ও’ব্রায়েন এলআইসি-র লগ্নি নিয়ে প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরির আরও দাবি, বিমা সংস্থাটির পর্ষদের নির্দিষ্ট লগ্নি নীতি রয়েছে। যার অধীনে ঝুঁকি-সহ নানা বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয় লগ্নি বিভাগ। প্রতি বছর লগ্নি প্রক্রিয়া পর্যালোচনা করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন