অবশেষে মুনাফা স্পাইসজেটের

টানা সাতটি ত্রৈমাসিকে লোকসান করার পরে অবশেষে গত অর্থবর্ষের চতুর্থ (জানুয়ারি-মার্চ) ত্রৈমাসিকে মুনাফার মুখ দেখল স্পাইসজেট। আর এটিকেই বিমান পরিষেবা সংস্থাটির ঘুরে দাঁড়ানোর শুরু বলে বৃহস্পতিবার দাবি করেছেন স্পাইসজেটের বর্তমান কর্ণধার অজয় সিংহ। এই সময়ে তাদের ব্যবসা থেকে মুনাফা হয়েছে ২২.৫১ কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০২:০৮
Share:

টানা সাতটি ত্রৈমাসিকে লোকসান করার পরে অবশেষে গত অর্থবর্ষের চতুর্থ (জানুয়ারি-মার্চ) ত্রৈমাসিকে মুনাফার মুখ দেখল স্পাইসজেট। আর এটিকেই বিমান পরিষেবা সংস্থাটির ঘুরে দাঁড়ানোর শুরু বলে বৃহস্পতিবার দাবি করেছেন স্পাইসজেটের বর্তমান কর্ণধার অজয় সিংহ। এই সময়ে তাদের ব্যবসা থেকে মুনাফা হয়েছে ২২.৫১ কোটি টাকা। তার আগের বছর একই সময়ে যেখানে নিট লোকসান ছিল ৩২১.৫ কোটি। মুনাফা বাড়লেও কার্যকরী আয় ৪০% কমে দাঁড়িয়েছে ৭৮৬.৩২ কোটিতে। এখনও সংস্থার বহু পথ হাঁটা বাকি বলে মন্তব্য করেছেন সিংহ। তবে সংস্থাটির ঘুরে দাঁড়ানো নিয়ে এ দিন আশা প্রকাশ করেন স্পাইসের সিওও সঞ্জীব কপূরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement