এ বার আদানির প্রকল্প ছাড়ল স্ট্যান্ডার্ড চার্টার্ড

অস্ট্রেলিয়ায় আরও এক বার সমস্যার মুখে আদানি গোষ্ঠী। এ বার কুইন্সল্যান্ডে ভারতীয় সংস্থাটির খনি প্রকল্পের আর্থিক পরামর্শদাতার ভূমিকা থেকে সরে যাওয়ার কথা জানাল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক। এর আগেই পরিবেশ সংক্রান্ত সমস্যায় বিএনপি পরিবাস-সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্যাঙ্ক ঋণদান থেকে পিছিয়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০২:০৩
Share:

অস্ট্রেলিয়ায় আরও এক বার সমস্যার মুখে আদানি গোষ্ঠী। এ বার কুইন্সল্যান্ডে ভারতীয় সংস্থাটির খনি প্রকল্পের আর্থিক পরামর্শদাতার ভূমিকা থেকে সরে যাওয়ার কথা জানাল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক। এর আগেই পরিবেশ সংক্রান্ত সমস্যায় বিএনপি পরিবাস-সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্যাঙ্ক ঋণদান থেকে পিছিয়ে গিয়েছে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার আদালত প্রকল্পটির পরিবেশ ছাড়পত্র ফিরিয়ে নেওয়ার পরে, তা ছেড়ে বেরিয়ে গিয়েছে সেখানকার বৃহত্তম ঋণদাতা কমনওয়েলথ ব্যাঙ্কও।

Advertisement

মঙ্গলবার আদানি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক আলাদা আলাদা বিবৃতিতে জানিয়েছে, আপাতত নিজেদের মধ্যে সমঝোতা করেই সম্পর্ক ভাঙছে তারা। তবে আগামী দিনে সব কিছু ঠিকঠাক চললে ফের ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়ায় সংস্থা আগ্রহী বলেই দাবি আদানি গোষ্ঠীর। এ দিন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কুইন্সল্যান্ড অঞ্চলের ওয়াঙ্গান ও জাগালিনগৌ গোষ্ঠীর মানুষেরা এবং বিভিন্ন পরিবেশ সুরক্ষা সংগঠন। উল্লেখ্য, গালিলি অববাহিকার কারমাইকেল কয়লা খনি, রেল ও বন্দর প্রকল্পে ১,৬০০ কোটি ডলারের বেশি লগ্নির কথা আদানি গোষ্ঠীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement