— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ভারতীয় রেলের বিভিন্ন বিভাগে চাকরির সুযোগ। রেলের বিভিন্ন ডিভিশনে ৩১২ জন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁদের চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটার, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র পাবলিসিটি ইনস্পেক্টর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং সায়েন্টিফিক সুপারভাইজ়ার পদে কাজ করতে হবে।
কারা আবেদন করবেন?
১৮ থেকে ৪০ বছর বয়সিরা উল্লিখিত পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আইন, সাংবাদিকতা, গণজ্ঞাপন, জনসংযোগ, মনোবিদ্যা কিংবা সমতুল বিষয়ে উচ্চশিক্ষা থাকলে ওই পদে আবেদন করা যাবে। এ ছাড়াও বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-এ ডিগ্রি অর্জন করেছেন— এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
কোথায় নিয়োগ করা হবে?
অজমেঢ়, অহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডিগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, কলকাতা, মুম্বই, পটনা এবং প্রয়াগরাজ ডিভিশনে উল্লিখিত পদে নিযুক্তদের কাজ করতে হবে।
কী ভাবে হবে নিয়োগ?
কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), ট্রান্সলেশন টেস্ট, মেডিক্যাল এগ্জ়ামিনেশন, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে চূড়ান্ত পদে নিয়োগ করা হবে।
আবেদনের শর্তাবলি:
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র পাঠানো যাবে। আবেদনের শেষ দিন ২৯ জানুয়ারি।