State Bank of India

৩১ অক্টোবর থেকে এসবিআই এটিএমে নয়া বিধি! দিনে তোলা যাবে মাত্র ২০ হাজার

আগামী ৩১ অক্টোবর থেকে এই নতুন নির্দেশিকা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে এসবিআইয়ের তরফে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৮ ১৬:০৫
Share:

এটিএম থেকে ডেবিট কার্ডের মাধ্যমে দৈনিক টাকা তোলার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা অর্ধেক করে দিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। এত দিন এসবিআইয়ের ডেবিট কার্ডের মাধ্যমে দিনে সর্বোচ্চ ৪০ হাজার টাকা তুলতে পারতেন গ্রাহকরা। এ বার থেকে সেই অঙ্কটা কমিয়ে ২০ হাজার করে দেওয়া হল।

Advertisement

সোমবার এসবিআইয়ের তরফে এক বিবৃতির মাধ্যমে টাকা তোলার সর্বোচ্চ সীমা কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর থেকে এই নতুন নির্দেশিকা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে এসবিআইয়ের তরফে।ক্ল্যাসিক এবং মায়েস্ত্রো প্ল্যাটফর্মে এই নির্দেশ কার্যকর হবে।

কিন্তু, কেন এমন পদক্ষেপ?

Advertisement

ব্যাঙ্কের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এটিএম দুর্নীতি এবং জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ। দেশের বৃহত্তম ব্যাঙ্ক নেটওয়ার্ক এসবিআইয়ের। দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে তাদের প্রায় ৬০ হাজার এটিএম। তাদের ডেবিট কার্ডের সংখ্যা ৩০ কোটির কাছাকাছি। সন্দেহ নেই, এসবিআইয়ের এই পদক্ষেপে সমস্যায় পড়বেন বহু গ্রাহক।

আরও পড়ুন: ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ৫৯ টাকা!

এসবিআইয়ের পথে হেঁটে দেশের অন্যান্য সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি একই পথে হাঁটবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement