টানা আট দিন তেজী দৌড় জারি বাজারে

বিশেষজ্ঞদের মতে, এই উত্থানের মূল কারণগুলি হল: পাইকারি এবং খুচরো মূল্যবৃদ্ধি কমা, স্বাভাবিক বর্ষার পূর্বাভাস, গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থাগুলির ভাল ফলের আশা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ০৩:১০
Share:

দিনের মাঝে দ্রুত ওঠা-নামা জারি থাকলেও, এই নিয়ে টানা আট দিন অব্যাহত শেয়ার বাজারের উত্থান। আগের সপ্তাহে টানা ওঠার পরে সোমবার সেনসেক্স বাড়ল ১১২.৭৮ পয়েন্ট। নিফ্‌টি ৪৭.৭৫ পয়েন্ট। ফলে বাজার বন্ধের সময়ের হিসেব ধরলে সেনসেক্স উঠল টানা আট দিন। মোট বৃদ্ধি ১,১৭৩.৮৮ পয়েন্ট।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, এই উত্থানের মূল কারণগুলি হল: পাইকারি এবং খুচরো মূল্যবৃদ্ধি কমা, স্বাভাবিক বর্ষার পূর্বাভাস, গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থাগুলির ভাল ফলের আশা। তার উপর আর্থিক সংস্থা টেম্পলটনের কর্তা মার্কস মোবাসের মতে, কয়েক বছরের মধ্যে চিনকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম বাজার হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের। এই কথাও বাজারকে উৎসাহিত করেছে বলে দেকো সিকিউরিটিজের কণর্ধার অজিত দে-র দাবি। তবে স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখ বলেন, বিশ্ব বাণিজ্য ও রাজনীতিতে টানাপড়েন এবং অশোধিত তেলের দাম বাড়া সূচকের দৌড়ের পথে কাঁটা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন