হুয়েইয়ের পক্ষে বার্তা মিত্তলের

দাবি করলেন, প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির থেকে হুয়েইয়ের দক্ষতা অনেক বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৯ ০১:৩৮
Share:

ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল মিত্তল।—ফাইল চিত্র।

জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় হুয়েইকে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা। সেই পথে হাঁটার জন্য চাপ দিচ্ছে বাকি দেশগুলিকেও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ইন্ডিয়া ইকনমিক সামিটের মঞ্চ থেকে চিনের এই বিতর্কিত টেলিকম যন্ত্রাংশ সংস্থার পক্ষে সওয়াল করলেন ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল মিত্তল। দাবি করলেন, প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির থেকে হুয়েইয়ের দক্ষতা অনেক বেশি। তাই ভারতে ৫জি প্রযুক্তি প্রসারের ক্ষেত্রে তাদের সায় দেওয়া উচিত। যদিও তাঁর মন্তব্য, সংস্থাটির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কিছু জানেন না। তবে স্পষ্ট বলেন, চিনের সঙ্গে নিজেদের সম্পর্কের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবে ভারত।

Advertisement

সম্মেলনে উপস্থিত মার্কিন বাণিজ্য সচিব উইলবার রসের অবশ্য দাবি, কোনও রকম রক্ষণশীল মনোভাব থেকে হুয়েইয়ের বিরোধিতা করেনি আমেরিকা। তা করা হয়েছে প্রকৃত অর্থে সুরক্ষাজনিত ঝুঁকির কারণেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন