এনএসই-তে বিভ্রাট, তবু রেকর্ড বাজারে

বাজার বিশেষজ্ঞ তথা এনএসই-র পুরনো সদস্য অজিত দে বলেন, ‘‘লগ্নিকারীদের অনেকেই ক্যাশ এবং ডেরিভেটিভের আগাম লেনদেনের মধ্যে সমন্বয় করে শেয়ার লেনদেন করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ০৩:২৪
Share:

সমস্যা যেন পিছু ছাড়ছে না ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই)। ডিসেম্বরে আচমকাই তার কর্ণধার পদ থেকে সরে দাঁড়ান চিত্রা রামকৃষ্ণ। কিছু ব্রোকারকে বেআইনি ভাবে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে এক্সচেঞ্জটির বিরুদ্ধে। এখনও জটিলতা জারি প্রথম বার বাজারে তার শেয়ার ছাড়া (আইপিও) নিয়ে। এই অবস্থায় এ বার প্রযুক্তি-বিভ্রাটে সপ্তাহের প্রথম দিনেই ঘণ্টা তিনেক লেনদেন বন্ধ রাখতে বাধ্য হল দেশের বৃহত্তম স্টক এক্সচেঞ্জটি। যা নিয়ে রিপোর্ট তলব করল কেন্দ্র ও বাজার নিয়ন্ত্রক সেবি।

Advertisement

তবে সোমবার এনএসই-তে এই লেনদেন ব্যাহত হওয়ায় দৌড় থামেনি বাজারের। বরং তার সূচক নিফ্‌টি পৌঁছেছে নতুন উচ্চতায়। রেকর্ড গড়েছে বিএসই-র সেনসেক্সও।

প্রযুক্তি বিভ্রাট নিয়ে অনেক লগ্নিকারীর প্রশ্ন, এনএসইতে বিপর্যয় মোকাবিলার বিশেষ ব্যবস্থা এ দিন কাজ করল না কেন? এনএসই-র বিজনেস ডেভেলপমেন্টের কর্তা রবি বারাণসীর দাবি, ‘‘সফটওয়্যারে গোলোযোগের কারণে লেনদেনে ওই সমস্যা হয়েছে। বিপর্যয় মোকাবিলার যে ব্যবস্থা রয়েছে, তাতে হার্ডওয়্যারে সমস্যা হলে, দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু সফটওয়্যারে সমস্যা হলে তা সম্ভব হয় না।’’ সময় লাগে।

Advertisement

বাজার বিশেষজ্ঞ তথা এনএসই-র পুরনো সদস্য অজিত দে বলেন, ‘‘লগ্নিকারীদের অনেকেই ক্যাশ এবং ডেরিভেটিভের আগাম লেনদেনের মধ্যে সমন্বয় করে শেয়ার লেনদেন করেন। তাঁরা এ দিন ঘোর সমস্যায় পড়েছেন।’’ তাঁর মতে, ক্যাশে যখন লেনদেন করা যাচ্ছে না, তখন ডেরিভেটিভ লেনদেনও একই সঙ্গে বন্ধ করা উচিত ছিল। কিন্তু দ্বিতীয়টি বন্ধ হয়েছে পরে। ৯টা ৫৫ নাগাদ।

অনেক লগ্নিকারী ঝুঁকি কমাতে নগদ ও ডেরিভেটিভ উভয় বিভাগে এক সঙ্গে শেয়ার লেনদেন করেন। কেউ হয়তো ক্যাশ বিভাগে ১০০ টাকা দিয়ে শেয়ার কিনলেন। আর তারপরেই তা ডেরিভেটিভের আগাম লেনদেনে ১১০ টাকায় বিক্রি করে রাখলেন। যাতে পরে দর কমলেও অন্তত ১১০ টাকা নির্দিষ্ট দিনে ঘরে তুলতে পারেন। এ দিন তাঁরা মুশকিলে পড়েছেন। অজিতবাবুর মতে, তা সত্ত্বেও এ দিন বাজার চাঙ্গা থাকার পিছনে বড় ভূমিকা ছিল জিএসটি-র।

উদ্বেগের প্রহর

• সকাল ৯-১৫: লেনদেন শুরুর প্রায় পর থেকেই সফটওয়্যারে ত্রুটি ধরা পড়ল এনএসই-তে

• শুরু করা গেল না নগদে শেয়ার লেনদেন। ডেরিভেটিভের আগাম লেনদেন অবশ্য চালু

• সকাল ৯-৫৫: ডেরিভেটিভে কেনা-বেচাও বন্ধ করলেন কর্তৃপক্ষ

• দুপুর ১২-৩০: লেনদেন পুরোদমে চালু হল দুই বিভাগেই

• বিভ্রাট নিয়ে রিপোর্ট তলব কেন্দ্রীয় সরকার ও সেবি-র

• বিএসই-তে লেনদেন দিনভর স্বাভাবিক

কাণ্ড এনএসই-তে

• কর্ণধার চিত্রা রামকৃষ্ণের সংস্থা ছাড়া

• কিছু ব্রোকারকে বেআইনি ভাবে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ

• আইপিও নিয়ে জটিলতা

মাইলফলক

• সেনসেক্স: ৩৫৫ পয়েন্ট বেড়ে ৩১,৭১৫.৬৪

• নিফ্‌টি: ১০৫ পয়েন্ট বেড়ে ৯,৭৭১.০৫

• দু’টিই নতুন রেকর্ড

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন