(বাঁ দিকে) নরেন্দ্র মোদী, বিমান বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। একঝাঁক প্রশ্নে বিদ্ধ করলেন দেশের তিনবারের প্রধানমন্ত্রীকে।
সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আয়োজিত বিধানসভার অনুষ্ঠানে যোগদান করতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন স্পিকার। সেখানেই এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার দেখতে পাচ্ছে না যে সেখানকার বাঙালি সংখ্যালঘুদের উপর কী আক্রমণ হচ্ছে! কী পদক্ষেপ করেছেন? পুকুরে চুবিয়ে মানুষ মারা হচ্ছে, তা দেখে মানুষ উল্লাস করছেন। এটা কোন দেশ? এই ঘটনায় দেশের প্রধানমন্ত্রীর কী ভূমিকা রয়েছে?” বিমান আরও বলেন, “এ ক্ষেত্রে রাজ্যের কোনও ভূমিকা থাকতে পারে না। দু’টি দেশের মধ্যে ব্যাপার। এতগুলো বাঙালি সংখ্যালঘুকে পিটিয়ে মারা হল, নানারকম ভাবে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। তার বিরুদ্ধে কী পদক্ষেপ করা হচ্ছে?”
স্বামী বিবেকানন্দের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, “স্বামী বিবেকানন্দ যা বলে গিয়েছেন, তা দেশের প্রধানমন্ত্রী কার্যকর করার চেষ্টা করছেন।’’ তাঁর এমন মন্তব্যের পাল্টা বিমান বলেন, “আমার মনে হয় না শুভেন্দু অধিকারী প্রকৃত অর্থে কিছু জানেন। বিবেকানন্দ যা বলে গিয়েছেন, তা উপলব্ধি করতে পারেননি। তাই তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। রাজনীতি করার উদ্দেশ্য নিয়েই এ কথা বলা হয়েছে। এর আগেও অনেক চেষ্টা করেছেন।’’ তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী কোনটা কার্যকর করেছেন আমার তা নজরে আসেনি, তিনি কী বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন! কেন্দ্রীয় সরকারের তো কোনও অবদানই নেই। আমাদের রাজ্যে নারী শিক্ষার অগ্রগতির জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন, যাঁরা সমাজ সংস্কারক, তাঁরা বলেছেন। কেন্দ্রীয় সরকারের কোনও দৃষ্টিভঙ্গি আমাদের নজরে আসেনি। উল্টে রাজ্যের যে প্রাপ্য টাকা বন্ধ করে দিয়েছেন।’’
স্বামীজির বাড়ির সামনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুবরাজ লেখা ছবি নিয়ে নিন্দায় সরব হয়েছে বিজেপি। সেই বিষয়ে প্রশ্ন করা হলে ছোট্ট প্রতিক্রিয়ায় স্পিকার বলেন, “এমনটা না হলেই ভাল হত।’’