নিজেদের টাগ ব্যবসা বিক্রি করল টাটা স্টিলের পণ্য পরিবহণ সংক্রান্ত শাখা টিএম ইন্টারন্যাশনাল লজিস্টিকস। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোনকে নগদ ১০৬ কোটি টাকায় ওই ব্যবসা বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে টাটা স্টিল। টিএম হারবার সার্ভিসেস ব্যবসা চালাত সংস্থাটি।