নয়া কর বিধি পাশ মার্কিন সেনেটে

সাধারণ মানুষ ও শিল্পে বিপুল কর ছাড় দিতে শনিবার কর সংস্কার বিল পাশ হল মার্কিন সেনেটে। ৫১:৪৯ ভোটে সেটি পাশ হয় মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে। প্রায় ১.৫ লক্ষ কোটি ডলারের এই কর ছাড় বিলকে গত তিন দশকের মধ্যে মার্কিন কর বিধিতে সবচেয়ে বড় মাপের সংস্কার হিসেবে তকমা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭ ০৩:৫০
Share:

সাধারণ মানুষ ও শিল্পে বিপুল কর ছাড় দিতে শনিবার কর সংস্কার বিল পাশ হল মার্কিন সেনেটে। ৫১:৪৯ ভোটে সেটি পাশ হয় মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে। প্রায় ১.৫ লক্ষ কোটি ডলারের এই কর ছাড় বিলকে গত তিন দশকের মধ্যে মার্কিন কর বিধিতে সবচেয়ে বড় মাপের সংস্কার হিসেবে তকমা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

Advertisement

সরকারি মহলের দাবি, এতে মানুষ খুশি হবেন। কারণ, ২০২৫ সাল পর্যন্ত ব্যক্তি ও পারিবারিক স্তরে কমানো হয়েছে করের হার। অন্য দিকে, কোম্পানি কর ৩৫% থেকে কমে ২০% হলে বাড়তি লগ্নিতে উৎসাহিত হবে শিল্পমহল। সব মিলিয়ে গতি ফিরবে আর্থিক বৃদ্ধির চাকায়। তবে বিরোধী শিবিরের মতে, বৃদ্ধির গতি বাড়ানো সম্ভব হলেও, এর ফলে আগামী দশ বছরে মার্কিন সরকারের রাজকোষ ঘাটতি ১ লক্ষ কোটি ডলার বাড়বে। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি -সভায় বিলটি আগেই পাশ হয়েছে। সরকারি সূত্রের খবর, এই প্রথম আইনসভায় বড় জয়ের মুখ দেখল ট্রাম্প প্রশাসন। বিরোধী ডেমোক্র্যাট দলের কোনও সদস্য এ দিন বিলটির পক্ষে ভোট দেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন