ঝুলে বহু কর মামলা, বড় অঙ্কের নিষ্পত্তিই এখন লক্ষ্য

প্রতি বারের মতো চলতি অর্থবর্ষেও কর আদায়ের রূপরেখা তৈরি করেছে সিবিডিটি। সেখানে জানানো হয়েছে, বছরের পর বছর মামলার সংখ্যা বেড়েই চলেছে। সেগুলি ঝুলে থাকায় বিপুল অঙ্কের কর অনাদায়ি হয়ে রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ০৫:৪০
Share:

প্রতীকী ছবি

চলতি বছরের ১ এপ্রিলের হিসেব অনুযায়ী, শুধুমাত্র দফতরের আপিল কর্তৃপক্ষের কাছেই ঝুলে রয়েছে ৬.৩৮ লক্ষ কোটি টাকার কর আদায় সংক্রান্ত বিবাদ। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের মামলাগুলি যোগ করলে সংখ্যাটা আরও বড়। এ বার তাই এর মধ্যে ৫০ কোটি টাকা বা তার বেশি অঙ্কের মামলাগুলির যাতে দ্রুত মীমাংসা করা যায়, সে ব্যাপারে উদ্যোগী হল কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি)। সম্প্রতি কর দফতরকে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েও দিয়েছে তারা।

Advertisement

প্রতি বারের মতো চলতি অর্থবর্ষেও কর আদায়ের রূপরেখা তৈরি করেছে সিবিডিটি। সেখানে জানানো হয়েছে, বছরের পর বছর মামলার সংখ্যা বেড়েই চলেছে। সেগুলি ঝুলে থাকায় বিপুল অঙ্কের কর অনাদায়ি হয়ে রয়েছে। কর আদায়ের স্বচ্ছ পরিবেশও তৈরি হচ্ছে না। বাড়ছে তার খরচ। রূপরেখায় লেখা হয়েছে, ‘‘মামলার বহরের উপর কর দফতরের ভাবমূর্তি নির্ভর করে। দফতর কতটা তৎপর তা-ও এর থেকে বোঝা যায়।’’ সেই কারণেই আধিকারিকদের ৫০ কোটি টাকার বেশি অঙ্কের মামলাগুলির সমাধান ডিসেম্বরের মধ্যে করে ফেলার নির্দেশ দিয়েছে সিবিডিটি। তাদের সুপারিশ, প্রত্যক কর কমিশনার অন্তত ৫৫০টি বিবাদ সমাধানের দায়িত্ব নিন।

খতিয়ান

Advertisement

• ৬.৩৮ লক্ষ কোটি টাকার মামলা ঝুলে রয়েছে।

• লক্ষ্য, বড় অঙ্কের বিবাদগুলির মীমাংসা।

• আগামী ডিসেম্বরের মধ্যে সমাধানের নির্দেশ।

• ২৯,৫৮০ মামলা প্রত্যাহার।

উল্লেখ্য, ২০১৭ সালের মার্চের হিসেব অনুযায়ী ৭.৬ লক্ষ কোটি টাকার মামলা ঝুলে ছিল আপিল কর্তৃপক্ষ ও বিভিন্ন আদালতে। সেই বোঝা কমাতে ২৯,৫৮০টি মামলা তোলার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন