আবেদন সত্ত্বেও বাগানে জমাট ধর্মঘটের বরফ

ন্যূনতম মজুরির দাবিতে উত্তরবঙ্গের চা বাগানে শ্রমিকদের ডাকা তিন দিনের ধর্মঘট প্রত্যাহারের আর্জি জানাল মালিক পক্ষের সংগঠন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন (আইটিএ)। কিন্তু তাতে সাড়া দিতে নারাজ শ্রমিক সংগঠনগুলির জয়েন্ট ফোরাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ০৩:৪৭
Share:

ন্যূনতম মজুরির দাবিতে উত্তরবঙ্গের চা বাগানে শ্রমিকদের ডাকা তিন দিনের ধর্মঘট প্রত্যাহারের আর্জি জানাল মালিক পক্ষের সংগঠন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন (আইটিএ)। কিন্তু তাতে সাড়া দিতে নারাজ শ্রমিক সংগঠনগুলির জয়েন্ট ফোরাম।

Advertisement

বাগানে ন্যূনতম মজুরি চালু করতে ২০১৫ সালে মালিক, শ্রমিক ও রাজ্যকে নিয়ে তৈরি হয়েছিল উপদেষ্টা কমিটি। অথচ এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত না হওয়াতেই ২৩-২৫ জুলাই দার্জিলিং বাদে উত্তরের বাগানগুলিতে ধর্মঘট ডেকেছে জয়েন্ট ফোরাম। ২৪ জুলাই উত্তরবঙ্গের চা বলয়ে সাধারণ ধর্মঘটের ডাকও দিয়েছে তারা।

মঙ্গলবার আইটিএ চেয়ারম্যান আজম মোনেম, সেক্রেটারি জেনারেল অরিজিৎ রাহা প্রমুখের আর্জি, ন্যূনতম মজুরি নিয়ে কথা চলছে। তাই ধর্মঘট ফেরানো হোক। না হলে চাপে পড়বে চা শিল্প। তাঁদের দাবি, জুনে এমনিতেই উৎপাদন কমেছে। এখন ধর্মঘটের প্রচারে বাগানের গেটে রোজ মিটিং হওয়ায় তা আরও ব্যাহত হচ্ছে।

Advertisement

সংশয়ের মেঘ

• ন্যূনতম মজুরির দাবিতে উত্তরবঙ্গের চা বাগানে ২৩-২৫ জুলাই ধর্মঘটের ডাক শ্রমিকদের। বাদ দার্জিলিং।

• একই দাবিতে ২৪ জুলাই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা এবং ইসলামপুর, শিলিগুড়ি ও মেখলিগঞ্জ মহকুমায় ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক।

• মালিক পক্ষের আর্জি, আলোচনা চলছে। তাই ফেরানো হোক ধর্মঘট। না হলে মার খাবে উৎপাদন।

• ধর্মঘটে অনড় শ্রমিক ইউনিয়ন। বলছে, অহেতুক টালবাহানা চলছে। পাশে নেই রাজ্যও।

যদিও আর্জি ফিরিয়ে ফোরামের আহ্বায়ক জিয়া উল আলম বলেন, ‘‘কথা কত দিন চলবে? অহেতুক টালবাহানা চলছে। রাজ্যও শ্রমিকদের পাশে নেই।’’ ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ অবিলম্বে বিষয়টিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন। বলেছেন, উত্তরবঙ্গ সফরেই মুখ্যমন্ত্রী সব ইউনিয়নকে নিয়ে আলোচনায় বসুন।

আইটিএ কর্তাদের অবশ্য দাবি, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ১৭.৫০ টাকা করে মজুরি বেড়েছে। খাদ্যশস্য বাবদ শ্রমিক পিছু খরচ কমায় গত মে থেকে আরও ৯ টাকা করে দেওয়া হচ্ছে।

এর মধ্যে ১৩ জুলাই ফের মজুরি কমিটির বৈঠক হওয়ার কথা। ধর্মঘটের আগে সেখানে কোনও রফা সূত্র বেরোয় কি না, এখন সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন