Deutsche Bank

রক্ত ঝরা অব্যাহত টেলি শিল্পে

রিলায়্যান্স জিয়ো বাদে বাকি সব সংস্থার আয় কমেছে। যদিও সংশ্লিষ্ট মহলের মতে, জিয়োর আয়-ব্যয়ের হিসেব এখনও খুব স্পষ্ট নয়। উল্লেখ্য, ২০১৬ সালে দেশে ছিল ১৩টি পরিষেবা সংস্থা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মে ২০১৮ ১১:৫০
Share:

সব মিলিয়ে মোবাইল গ্রাহক বেড়েছে ঠিকই। কিন্তু এখনও আর্থিক স্বাস্থ্য ভাল হওয়ার তেমন লক্ষণ দেখা যাচ্ছে না দেশের টেলিকম সংস্থাগুলির। শুক্রবার ট্রাই প্রকাশিত পরিসংখ্যানেই ফুটে উঠেছে শিল্পের এই মলিন ছবি। যেখানে দেখা গিয়েছে, ২০১৭ সালে ক্ষেত্রটির মোট আয় কমেছে ৮.৫৬%। দাঁড়িয়েছে ২.৫৫ লক্ষ কোটি টাকা। ২০১৬-তে যা ছিল ২.৭৯ লক্ষ কোটি।

Advertisement

রিলায়্যান্স জিয়ো বাদে বাকি সব সংস্থার আয় কমেছে। যদিও সংশ্লিষ্ট মহলের মতে, জিয়োর আয়-ব্যয়ের হিসেব এখনও খুব স্পষ্ট নয়। উল্লেখ্য, ২০১৬ সালে দেশে ছিল ১৩টি পরিষেবা সংস্থা। ২০১৭ সালে ভিডিয়োকনের ঝাঁপ বন্ধ হয়। বছর শেষে পরিষেবা বন্ধ করে রিলায়্যান্স কমিউনিকেশন্স, সিস্টেমা শ্যাম, কোয়াড্রান্ট। লোকসান কমাতে অনেকে আবার সংযুক্তির কৌশলও নিচ্ছে। ফলে মনে করা হচ্ছে, এর ফলে ভবিষ্যতে তিন-চারটি পরিষেবা প্রদানকারীই বাজারে রয়ে যাবে।

সংস্থাগুলির আয় কমায় ধাক্কা খেয়েছে এই শিল্প থেকে কেন্দ্রের আয়ও। যা তারা আদায় করে লাইসেন্স ফি ও স্পেকট্রাম ব্যবহারের চার্জ বাবদ। এই দুই খাতেই সরকারের সংগ্রহ কমে গিয়েছে যথাক্রমে ১৮.৭৮% ও ৩২.৮১%।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement