টিভি পরিষেবায় দাম-যুদ্ধের ইঙ্গিত

মাল্টি সিস্টেম অপারেটর (এমএসও) সংস্থার থেকে পাওয়া বিভিন্ন চ্যানেল ঘরে ঘরে পৌঁছে দিতেন তাঁরা। এ বার সেই কেব্‌ল-অপারেটরদের কয়েক জন মিলে গড়লেন নতুন এমএসও সংস্থা বেঙ্গল ব্রডব্যান্ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ০২:০৩
Share:

মাল্টি সিস্টেম অপারেটর (এমএসও) সংস্থার থেকে পাওয়া বিভিন্ন চ্যানেল ঘরে ঘরে পৌঁছে দিতেন তাঁরা। এ বার সেই কেব্‌ল-অপারেটরদের কয়েক জন মিলে গড়লেন নতুন এমএসও সংস্থা বেঙ্গল ব্রডব্যান্ড। সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত, এর ফলে টিভি পরিষেবায় নতুন করে দামের লড়াই শুরু হতে পারে। সাধারণ ভাবে বিভিন্ন এমএসও ‘ব্রডকাস্টার’ বা চ্যানেল সংস্থাগুলির থেকে চ্যানেল দেখানোর স্বত্ব কেনে। কে‌ব্‌ল-টিভি অপারেটররা তা পৌঁছে দেন গ্রাহকের ঘরে। বৃহস্পতিবার বেঙ্গল ব্রডব্যান্ডের অন্যতম কর্তা মৃণাল চট্টোপাধ্যায় জানান, এখন নিজস্ব গ্রাহক ধরে প্রায় ৫০ হাজার দর্শক নিয়ে পরিষেবাটি চালু করতে পারবেন। তাঁর দাবি, গ্রাহকদের পছন্দের ভিত্তিতেই তাঁরা বাজারের চেয়ে কম দামে দুটি ‘প্যাকেজ’ ইতিমধ্যেই চালু করছেন।

Advertisement

শহরে এখন ন’টি এমএসও। বেঙ্গল ব্রডব্যান্ডের পথে হেঁটে আরও ৪টি তৈরি হওয়ার পথে বলে ইঙ্গিত। এর মধ্যে ৪০% শহরের। বাকিরা জেলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement