Land Phone

ব্রডব্যান্ডের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বেড়েছে চাহিদা, এ বার ল্যান্ডলাইন নম্বরে বড় বদলের পথে ট্রাই

এ বার ১০ সংখ্যার ল্যান্ডলাইন নম্বর দেওয়ার পরামর্শ দিল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। এখন আট সংখ্যার ফোন নম্বর ব্যবহার হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০৫
Share:

ট্রাই জানিয়েছে, ১০ সংখ্যার নম্বর চালু হলে অনেক বেশি সংযোগ দেওয়া যাবে। —প্রতীকী চিত্র।

গত কয়েক বছরে দেশে ব্রডব্যান্ডের ব্যবহার বেড়েছে বিপুল। যার দৌলতে ল্যান্ডলাইন টেলিফোনের চাহিদাও বেড়েছে কয়েকগুণ। আর সেই কারণে আট সংখ্যার নম্বর এখন কম পড়েছে। তাই এ বার ১০ সংখ্যার ল্যান্ডলাইন নম্বর দেওয়ার পরামর্শ দিল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। এখন আট সংখ্যার ফোন নম্বর ব্যবহার হয়। ট্রাই জানিয়েছে, ১০ সংখ্যার নম্বর চালু হলে অনেক বেশি সংযোগ দেওয়া যাবে।

এ ছাড়াও, একটি সার্কলের অব্যবহৃত ল্যান্ডলাইন নম্বর যাতে ফের ব্যবহার করা যায়, সেই পরামর্শ দিয়েছে ট্রাই। পাশাপাশি, ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন করার সময়ে নম্বরের আগে যে ‘০’ লিখতে হয়, সেই নিয়মও তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। নিয়ন্ত্রকের মতে, এতে সামগ্রিক ভাবে ল্যান্ডলাইন পরিষেবা আরও সুষ্ঠু হবে। এই সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে টেলিকম দফতর তার অবস্থান জানানোর পরে সংস্থাগুলিকে ছ’মাসে নতুন নিয়ম চালু করতে হবে।

এ দিকে, নিয়ম অনুসারে কোনও মোবাইল বা ল্যান্ডলাইন নম্বর দীর্ঘদিন ধরে ব্যবহার না করলে তার পরিষেবা বন্ধ করা হয়। সেই নিয়মও পাল্টানোর সুপারিশ করা হয়েছে। বর্তমানে রিচার্জ প্রকল্পের মেয়াদ (ভ্যালিডিটি) শেষে বা বিল দেওয়ার পরে ৯০ দিন সংশ্লিষ্ট নম্বর ব্যবহার না করলে বা টাকা না ভরালে তা বন্ধ হয়। ট্রাইয়ের মতে, এই ক্ষেত্রে ৯০ দিনের পরে আরও ৩৬৫ দিন দেখে তার পরেই পরিষেবা বন্ধ করা হোক। আর এক বার তা বন্ধ হলে তার ৯০ দিনের মধ্যে যেন সেই নম্বরে পরিষেবা ফের চালু না হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন