রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পর্ষদে নাম সুপারিশ

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জালিয়াতিতে নাম জড়িয়েছে উচ্চপদস্থ কর্তাদের। আবার অনেক ব্যাঙ্কে উচ্চপদ ফাঁকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ০৩:১৪
Share:

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পর্ষদে ২২ জন জেনারেল ম্যানেজারের নাম সুপারিশ করল ব্যাঙ্ক বোর্ড ব্যুরো।

চলতি অর্থবর্ষে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পরিচালন পর্ষদে এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর নিয়োগের জন্য ২২ জন জেনারেল ম্যানেজারের নাম সুপারিশ করল ব্যাঙ্ক বোর্ড ব্যুরো। সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলার পরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা। তৈরি হওয়ার পরে এই প্রথম এত বড় মাপের কর্মসূচি হাতে নিয়েছে ব্যাঙ্ক বোর্ড।

Advertisement

অনেকের মতে, সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জালিয়াতিতে নাম জড়িয়েছে উচ্চপদস্থ কর্তাদের। আবার অনেক ব্যাঙ্কে উচ্চপদ ফাঁকা। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ওয়াই ভি রেড্ডিরও দাবি ছিল, কেন্দ্রের উচিত কাকে ব্যাঙ্কের পর্ষদে নিয়োগ করা হচ্ছে ও কী ভাবে সেগুলি পরিচালনা হচ্ছে, সে বিষয়ে মনোযোগ দেওয়া। এই অবস্থায় নাম সুপারিশ তাৎপর্যপূর্ণ বলেই মত সংশ্লিষ্ট মহলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement