Pradhan Mantri Vishwakarma Kaushal Yojana

চালু হচ্ছে বিশ্বকর্মা, খয়রাতির কটাক্ষ বিরোধীদের

রাজনৈতিক মহলের অনেকের মতে, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই এমন প্রকল্প এনে ওবিসি সমাজের সমর্থন নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৪৯
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

প্রথমে বাজেটে জানিয়েছিলেন অর্থমন্ত্রী। তার পরে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বলেন প্রধানমন্ত্রী। অবশেষে রবিবার বিশ্বকর্মা পুজোর দিন ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল যোজনা’ প্রকল্প শুরুর সিদ্ধান্ত নিল কেন্দ্র। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। বিজেপি সূত্রের দাবি, জন্মদিনে প্রথাগত শিল্পী ও কারিগরদের বিশ্বকর্মা প্রকল্প উপহার দিচ্ছেন মোদী। যা মূলত পিছিয়ে পড়া শ্রেণির (ওবিসি) জন্যই আনা হচ্ছে। বিরোধীদের কটাক্ষ, বিজেপির ভোটের খয়রাতি এটি। এত দিন ওবিসি সমাজের কথা না ভেবে, এখন তাঁদের মন জিততে ১৩,০০০ কোটি টাকার ওই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

Advertisement

এই পিছিয়ে পড়া শ্রেণির বড় অংশ ক্ষৌরকার, স্বর্ণকার, রাজমিস্ত্রি, কারিগর। প্রকল্পটিতে তাঁরা বিশ্বকর্মা পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন। তাঁদের শংসাপত্র দেওয়া ছাড়াও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ শেষে সরঞ্জাম কিনতে ১৫,০০০ টাকা দেওয়া হবে। কোনও জামিনদার ছাড়া ৫% হারে প্রথম কিস্তিতে ১ লক্ষ টাকা ও দ্বিতীয় কিস্তিতে ২ লক্ষ টাকা ঋণের সুবিধাও দেবে কেন্দ্র। ভবিষ্যতে পণ্য বা পরিষেবার বিপণনে সাহায্য করবে। মোদীর দাবি ছিল, তফশিলি জাতি, জনজাতি এবং মহিলারাও ওই প্রকল্পের সুবিধা পাবেন।

রাজনৈতিক মহলের অনেকের মতে, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই এমন প্রকল্প এনে ওবিসি সমাজের সমর্থন নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। যাতে তাঁদের হাতে সরাসরি অর্থ পৌঁছে দেওয়া যায়। দক্ষতা বাড়িয়ে আয়ের সুযোগ বাড়ানো যায় কারিগরদের। বিরোধীদের কটাক্ষ, ১০ বছরের মাথায় গিয়ে কারিগর সমাজের কথা মনে পড়েছে মোদীর। কারণ, ভোট কেনার সময় এসেছে। বিষয়টিকে প্রচারের তুঙ্গে নিয়ে যেতে প্রকল্প চালুর জন্য প্রধানমন্ত্রীর জন্মদিনকে পরিকল্পিত ভাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতৃত্ব, অভিযোগ তাঁদের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন