শেয়ারে খাটবে নতুন জমার ১৫%

নিয়োগকারীর টাকা কমছে না পিএফে

পিএফ তহবিলে নতুন জমার ১৫% পর্যন্ত শেয়ারে খাটানোর প্রস্তাব অবশ্য পাশ হয়ে গিয়েছে শনিবার পুণেতে পরিষদের বৈঠকে। প্রথমে ৫% দিয়ে শুরু করার পরে এখন ওই খাতে ১০% খাটে বাজারে। এ বার তা বেড়ে হচ্ছে ১৫%।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ০৪:১০
Share:

কর্মী প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) নিয়োগকারীর দেয় টাকার অঙ্ক কমানোর প্রস্তাব আপাতত খারিজ করে দিল কেন্দ্রীয় অছি পরিষদ। তা আগের মতো মূল বেতন ও মহার্ঘ ভাতার ১২ শতাংশই থাকছে। কমে ১০% হচ্ছে না। কর্মী সংগঠনগুলির দাবি, তাদের আন্দোলনের হুমকির মুখে পড়েই ওই প্রস্তাব হিমঘরে গেল। যদিও পরে ফের তা পরিষদে আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তারা।

Advertisement

পিএফ তহবিলে নতুন জমার ১৫% পর্যন্ত শেয়ারে খাটানোর প্রস্তাব অবশ্য পাশ হয়ে গিয়েছে শনিবার পুণেতে পরিষদের বৈঠকে। প্রথমে ৫% দিয়ে শুরু করার পরে এখন ওই খাতে ১০% খাটে বাজারে। এ বার তা বেড়ে হচ্ছে ১৫%। ধাপে ধাপে নতুন জমার ১৫% বাজারে খাটানোর কথা যদিও গোড়াতেই জানিয়েছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

তা ছাড়া, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের প্রস্তাব ছিল, মূল বেতন ও মহার্ঘ ভাতা মিলিয়ে যাঁরা মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত পান, তাঁদের সকলকে পিএফের আওতায় আনা হোক। কিন্তু এই খাতে আর বাড়তি খরচের বোঝা ঘাড়ে নিতে না-চাওয়ায় অর্থ মন্ত্রক সেটিতে সায় দেয়নি বলে এ দিন অছি পরিষদ সদস্যদের জানিয়ে দেন শ্রমমন্ত্রী।

Advertisement

কিছু নির্দিষ্ট ক্ষেত্র ছাড়া এখন কর্মীদের মূল বেতন ও মহার্ঘ ভাতার ১২% পিএফ বাবদ বেতন থেকে কাটা হয়। সমান অঙ্ক দেন নিয়োগকারী। কেন্দ্রের প্রস্তাব ছিল, তা ১০ শতাংশে নামানো। শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়র দাবি ছিল, এর ফলে খরচের জন্য বাড়িতে বেশি টাকা (টেক-হোম পে) নিয়ে যেতে পারবেন কর্মীরা। কিন্তু এর বিরোধিতায় সোচ্চার হয় বিএমএস-সহ প্রায় সমস্ত কর্মী সংগঠন।

এ দিন বৈঠকে দত্তাত্রেয় প্রস্তাবটি তুলতেই একযোগে প্রতিবাদ জানান ইউনিয়নের প্রতিনিধিরা। বিভিন্ন রাজ্য সরকারের প্রতিনিধিরাও বিরুদ্ধে মত দেন। তবে প্রস্তাব আপাতত মুলতুবি হলেও অছি পরিষদে এআইটিইউসির প্রতিনিধি ডি এল সচদেব বলেন, ‘‘কয়েক মাস পরে ফের ওই প্রস্তাব যে কেন্দ্র পরিষদে পাঠাবে না, তা জোর দিয়ে বলা কঠিন। তবে পরিষদকে এড়িয়ে এই প্রস্তাব কার্যকর করার চেষ্টা সম্ভবত তারা করবে না।’’

পিএফে নতুন জমার ১৫% বাজারে লগ্নির প্রস্তাব পাশ হওয়া প্রসঙ্গে পরিষদে এআইইউটিইউসি-র সদস্য শঙ্কর সাহার দাবি, তাঁরা-সহ কিছু শ্রমিক প্রতিনিধি এর বিরোধিতা করেছিলেন। কিন্ত তা ধোপে টেকেনি।

পরিষদের আর এক সদস্য এবং আইএনটিইউসি-র রাজ্য সভাপতি রমেন পান্ডে বলেন, ‘‘বাজারে পিএফের টাকা ঢেলে যা বাড়তি আয় হবে, সুদ নির্ধারণের সময়ে তার হিসেবও মাথায় রাখা হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী।’’

দত্তাত্রেয় জানান, প্রত্যেক পিএফ সদস্যের পেনশন খাতে তাঁর মূল বেতন ও মহার্ঘ ভাতার ১.১৬% অনুদান দেয় কেন্দ্র। সেই বোঝা এখনই আর বাড়াতে চায় না বলে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মীদের পিএফের আওতায় আনার প্রস্তাব আপাতত খারিজ করেছে অর্থ মন্ত্রক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন