Abhishek Bachchan

আদ্যোপান্ত ভোল বদলে ফেললেন অভিনেতা অভিষেক বচ্চন, নেপথ্যে রয়েছে কী কারণ?

মেয়ের স্কুলের অনুষ্ঠানে স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে উপস্থিত হয়েছিলেন অভিষেক বচ্চন। সেখানে নায়ককে নতুন লুকে দেখে চিনতে পারেননি অনেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১৯
Share:

কেন ভোলবদলে ফেললেন অভিষেক বচ্চন? ছবি: সংগৃহীত।

পরনে কো-অর্ড সেট। চুলের কায়দায় আদ্যোপান্ত বদল। দু’কানের পাশ দিয়ে অনেকটা চুল চাঁছা। স্ত্রীকে আগলাতে ব্যস্ত বলিপাড়ার অন্যতম আলোচিত অভিনেতা। মেয়ের স্কুলের অনুষ্ঠানে স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে উপস্থিত হয়েছিলেন অভিষেক বচ্চন। অভিনেতাকে একঝলক দেখে চিনতেই পারেনি দর্শকের একাংশ। অভিষেকের এই নতুন লুকের নেপথ্যে কি রয়েছে অন্য কোনও কারণ?

Advertisement

সম্ভবত, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘কিং’ ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে। তাই এই ভোলবদল করেছেন অভিষেক। সম্প্রতি তাঁর কেশসজ্জাশিল্পী আলিম হাকিম অভিনেতার নতুন লুকের ছবি ভাগ করে নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। তার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিষেকের নতুন লুক। তাঁকে শেষ বার দর্শক দেখেছে ‘কালীধর লাপতা’ ওয়েব সিরিজ়ে। অভিনেতার ঝুলিতে বেশ কিছু ছবি রয়েছে এই মুহূর্তে। কিন্তু, মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে তাই অভিষেককে নতুন অবতারে দেখে অনেকে চিনতেই পারেননি।

শোনা যাচ্ছে, সিদ্ধার্থ আনন্দের পরের আরও ছবিতে দেখা যেতে পারে অভিনেতাকে। বলিসূত্রে খবর, ‘ধুম’ ফ্র্যাঞ্চাজ়ির পরবর্তী ছবিতে দেখা যাবে অভিষেককে। ‘দ্য বিগ বুল ২’–এর শুটিংও শুরু হতে পারে নতুন বছরে। উল্লেখ্য, ‘আই ওয়ান্ট টু টক’ এবং ‘কালীধর লাপতা’ ওয়েব সিরিজ়ে নায়কের অভিনয় খুবই প্রশংসিত হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement