Vodafone Idea

দায়িত্ব এড়াচ্ছে কেন্দ্র, দেশ থেকে কি উঠেই যাবে ঋণে জর্জরিত ভোডাফোন-আইডিয়া?

সুপ্রিম কোর্ট সম্প্রতি ভি-র বকেয়া মকুবের আর্জি খারিজ করেছে। এর আগে তারা সব টেলিকম সংস্থাকেই ১০ বছর ধরে কেন্দ্রের প্রাপ্য বকেয়া মেটাতে বলেছিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ০৬:৪৮
Share:

ভি-তে আর অংশীদারি বাড়াতে চায় না কেন্দ্র। —প্রতীকী চিত্র।

ভোডাফোন আইডিয়ার (ভি) বকেয়া মকুব নিয়ে সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র, মঙ্গলবার স্পষ্ট জানালেন টেলিকমমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তবে একই সঙ্গে তাঁর বার্তা, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারেই পদক্ষেপ করা হবে। সংশ্লিষ্ট মহলের দাবি, এই ইঙ্গিত তাৎপর্যপূর্ণ। কার্যত সংস্থার বকেয়া মকুবের আবেদন প্রত্যাখ্যান করলেন তিনি। যা আসলে ভি-র দায়িত্ব অস্বীকারের বার্তা। এ দিন মন্ত্রীর মন্তব্যের পরে ঋণভারে জর্জরিত ভি-এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এর আগে অবশ্য সিন্ধিয়াই জানিয়েছিলেন, কেন্দ্র চায় না দেশে মাত্র দু’টি টেলি সংস্থা থাকুক। তাই আশা তৈরি হয়েছিল, ভি-কে বন্ধ হতে দেবে না কেন্দ্র। প্রয়োজনে দায়িত্ব নেবে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সম্প্রতি ভি-র বকেয়া মকুবের আর্জি খারিজ করেছে। এর আগে তারা সব টেলিকম সংস্থাকেই ১০ বছর ধরে কেন্দ্রের প্রাপ্য বকেয়া মেটাতে বলেছিল।

গত সপ্তাহে ভি-র সিইও অক্ষয় মুন্দ্রা জানান, কেন্দ্রের সঙ্গে বকেয়া মকুব নিয়ে কথা চলছে। আশা, রফাসূত্র বেরোবে। সংস্থার পর্ষদও বাজার থেকে ২০,০০০ কোটি টাকা তোলায় সায়দেয়। কিন্তু ভি-র ঘাড়ে প্রায় ২ লক্ষ কোটির দেনা। এর মধ্যে ১.২ লক্ষ কোটি বকেয়া স্পেকট্রাম খাতে। কেন্দ্র ৩৭,০০০ কোটি মকুব করে সংস্থার ৪৯% অংশীদারি নিলেও ভি-র বিপদ কাটেনি। তারা আরও বকেয়া মকুবের জন্য সুপ্রিম কোর্টে যায়। সেখানে আবেদন খারিজ হওয়ার পরে হুঁশিয়ারি দিয়ে বলে, সরকার পাশে না দাঁড়ালে সংস্থা বন্ধ করে দিতে হবে। এই পরেই উদ্বেগ বাড়ে কোটি কোটি গ্রাহকের। তাঁদের পরিষেবা প্রদানকারী সংস্থাকে বাঁচাতে কেন্দ্র কতটা উদ্যোগী হবে, সেই প্রশ্নে চড়তে থাকে জল্পনাও। সূত্র অবশ্য জানাচ্ছে, ভি-তে আর অংশীদারি বাড়াতে চায় না কেন্দ্র। মন্ত্রীর মন্তব্যেও সেই ইঙ্গিত স্পষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন