SEBI

চারটি সংস্থার শেয়ারে নিষেধাজ্ঞা, বিরোধীদের চাপের মুখে ‘চুপ’ সেবি

শ্রীনতের অভিযোগ, মাধবী পুরী বুচের নেতৃত্বে সেবি এতদিন অবৈধ লেনদেন দেখেও চোখ বুজে বসেছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহ গত লোকসভা ভোটের সময় সবাইকে শেয়ার বাজারে লগ্নির পরামর্শ দিচ্ছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ০৭:৫১
Share:

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

সেবি ও মোদী সরকার চোখ বুজে থাকার ফলে শেয়ার বাজারে আমজনতার লগ্নি মার যাচ্ছে বলে অভিযোগ তুলল কংগ্রেস।

গত সপ্তাহে সেবি আমেরিকার হেজ ফান্ড সংস্থা জেন স্ট্রিট গোষ্ঠীর চারটি সংস্থার উপরে শেয়ার বাজারে নিষেধাজ্ঞা জারি করেছিল। সোমবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন, তিনি গত বছরই বলেছিলেন, ফিউচার অ্যান্ড অপশন বাজারে মার যাচ্ছে সাধারণ লগ্নিকারীর টাকা। আজ কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে প্রশ্ন তুলেছেন, কে জেন স্ট্রিট-কে ভারতে লগ্নি করার অনুমতি দিয়েছিল? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেবি, সবাই হাত গুটিয়ে বসে রয়েছে কেন?’’

শ্রীনতের অভিযোগ, মাধবী পুরী বুচের নেতৃত্বে সেবি এতদিন অবৈধ লেনদেন দেখেও চোখ বুজে বসেছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহ গত লোকসভা ভোটের সময় সবাইকে শেয়ার বাজারে লগ্নির পরামর্শ দিচ্ছিলেন। এখন সেবি-র ঘুম ভেঙেছে। তবে সাধারণ লগ্নিকারীদের টাকা মার যাওয়া দেখে নয়। বিপুল বিদেশি লগ্নি করে যাওয়া দেখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন