car industry

মন্ত্রীকে সঙ্কট-বার্তা গাড়ি শিল্পের 

সংশ্লিষ্ট মহলের মতে, এ ভাবে সিয়াম-কর্তা এই মুহূর্তে গাড়ির সঙ্কট কত গভীর তা-ই বোঝাতে চেয়েছেন মন্ত্রীকে। বার্তা দিয়েছেন, বাজারে চার চাকা, দু’চাকার চাহিদা বাড়িয়ে কর্মীদের সুরক্ষিত করতে সরকারকে আরও তৎপর হওয়ার জন্য।

Advertisement

দেবপ্রিয় সেনগুপ্ত

গ্রেটার নয়ডা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০৬:০৩
Share:

প্রতীকী ছবি।

কাহিল চাহিদায় দেশের অর্থনীতি ঝিমিয়ে। তবুও নিয়ম করে তার বহর বাড়িয়ে পাঁচ বছরে ৫ লক্ষ কোটি ডলার করার স্বপ্ন ফেরি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর নেতা-মন্ত্রীরা। অটো এক্সপোর মঞ্চ থেকে বৃহস্পতিবার যেমন বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে এ দিন নিতিনের সামনে গাড়ি শিল্পের আর্থিক সঙ্কট তুলে ধরার জন্য সেই স্বপ্নকেই হাতিয়ার করলেন সংস্থাগুলির সংগঠন সিয়ামের প্রেসিডেন্ট রাজন ওয়াধেরা। জানালেন, ওই লক্ষ্য পূরণ করতে হলে দেশে গাড়ির বিক্রি বৃদ্ধির বার্ষিক গড় হার ১৪% হতে হবে। অথচ প্রায় এক বছর ধরে বিক্রি বাড়া দূরস্থান, তা কমেছে ২০%।

Advertisement

সংশ্লিষ্ট মহলের মতে, এ ভাবে সিয়াম-কর্তা এই মুহূর্তে গাড়ির সঙ্কট কত গভীর তা-ই বোঝাতে চেয়েছেন মন্ত্রীকে। বার্তা দিয়েছেন, বাজারে চার চাকা, দু’চাকার চাহিদা বাড়িয়ে কর্মীদের সুরক্ষিত করতে সরকারকে আরও তৎপর হওয়ার জন্য। যেখানে বিক্রির হাল এখনও খারাপ। ইতিমধ্যে কাজ খুইয়েছেন লক্ষাধিক অস্থায়ী কর্মী। নিতিন অবশ্য অর্থনীতিতে গাড়ি শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মেনেছেন। সংস্থাগুলিকে আশ্বস্ত করে জানিয়েওছেন, পুরনো গাড়ি বাতিলের নীতি প্রায় চূড়ান্ত পর্বে। এই নীতি আসলে নতুন গাড়ির চাহিদা বাড়বে। পুরনো বাতিল গাড়ি থেকে পাওয়া ধাতু ফের নতুন গাড়ি তৈরিতে কাজে লাগানোর সুযোগ খুলবে। ফলে কমবে গাড়ি তৈরির খরচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন