আয়কর রিটার্নের ফর্ম আরও সরল করা হচ্ছে। ১ এপ্রিল থেকেই নতুন ফর্ম চালু হবে বলে জানিয়েছেন কর দফতরের এক কর্তা। বিশেষ করে চাকরিজীবীদের এবং সুদ থেকে আয়ের ক্ষেত্রে কিছু তথ্য এখন থেকে আইটিআর-১ (সহজ) ফর্মেই লিখতে হবে বলে দাবি তাঁর। এ ছাড়াও করদাতাদের জন্য থাকছে অন্যান্য সুবিধা। ওই কর্তার কথায়, কেন্দ্র চায় এপ্রিল থেকেই করদাতারা রিটার্ন দাখিল শুরু করুন। সে জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে।