বিজয় মাল্যের ইউবি গোষ্ঠীর মূল সংস্থা ইউনাইটেড ব্রুয়ারিজ হোল্ডিংসকে (ইউবিএইচএল) গুটিয়ে দিতে নির্দেশ দিল কর্নাটক হাইকোর্ট। কিংগ্ফিশার এয়ারলাইন্সের বকেয়া ঋণ সংক্রান্ত এক মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিনীত কোঠারি। প্রসঙ্গত, ঋণ নেওয়ার সময় ইউবিএইচএল কিংগ্ফিশারের হয়ে কর্পোরেট গ্যারান্টি দিয়েছিল বলেই এই সিদ্ধান্ত।
কোঠারি বলেন, গ্যারান্টর হয়েও ঋণদাতাদের ধারের টাকা শোধ দিতে পারেনি ইউবিএইচএল। তাই সংস্থাটি গোটানোর পক্ষেই রায় দিয়েছে আদালত। যার ৫২.৩৪% শেয়ার আছে মাল্যের হাতে। উল্লেখ্য, ইউনাইটেড ব্রুয়ারিজের বিরুদ্ধে স্টেট ব্যাঙ্ক-সহ কিংগ্ফিশারের ঋণদাতা, রোলস রয়েসের মতো বিমান ইঞ্জিন তৈরির সংস্থাগুলি বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে এই মামলা করেছিল।