Floor Wage

‘ফ্লোর ওয়েজ়’ সংশোধন হয়নি ৮ বছর! স্থায়ী কমিটিতে বিজেপি সংসদেরই প্রশ্নের মুখে শ্রম মন্ত্রক

ঋতব্রতর প্রশ্ন ছিল, এত কম টাকায় কী ভাবে জীবনধারণ সম্ভব? শ্রম মন্ত্রকের কর্তারা যুক্তি দিয়েছিলেন, শ্রম বিধি কার্যকর করা যায়নি। শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ চারটি শ্রম বিধির একটিতেও বিধিনিয়ম তৈরি করেনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ০৭:২১
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

চারটি শ্রম বিধি এখনও কার্যকর হয়নি, এই যুক্তি দেখিয়ে মোদী সরকার ২০১৭-র পর থেকে কর্মী-শ্রমিকদের বেতন ঠিক করার ভিত বা ‘ফ্লোর ওয়েজ’ সংশোধন করেনি। এ নিয়ে আজ সংসদীয় স্থায়ী কমিটির কঠিন প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। সূত্রের খবর, কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ বাসবরাজ বোম্মাই নিজেই এ নিয়ে মন্ত্রককে কড়া প্রশ্ন করেছেন।

ওই কমিটিতে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ২০১৭ সালের ১ অগস্টে শেষ বার ‘ফ্লোর ওয়েজ’ স্থির হয়েছিল। দৈনিক ১৭৮ টাকা। যার অর্থ, ২৬ দিন কাজ করলে মাসে মাত্র ৪৬২৮ টাকা মিলবে। এর উপর ভিত্তি করেই রাজ্যগুলি ন্যূনতম বেতন ঠিক করে। ঋতব্রতর প্রশ্ন ছিল, এত কম টাকায় কী ভাবে জীবনধারণ সম্ভব? শ্রম মন্ত্রকের কর্তারা যুক্তি দিয়েছিলেন, শ্রম বিধি কার্যকর করা যায়নি। শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ চারটি শ্রম বিধির একটিতেও বিধিনিয়ম তৈরি করেনি। তামিলনাড়ুর মতো বিরোধী শাসিত রাজ্য তিনটি বিধি মেনেছে। স্থায়ী কমিটির এক সদস্যের মন্তব্য, শ্রম বিধির জন্য মূল্যবৃদ্ধি থেমে থাকছে না। বোম্মাই বিজেপি নেতা হলেও শ্রম মন্ত্রককে ঋতব্রতের প্রশ্নের স্পষ্ট উত্তর দেওয়ার নির্দেশ দেন।

এ দিকে, আজ বাজেটের প্রস্তুতি পর্বে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছেন। সেখানে শ্রমিক নেতারা দাবি করেন, কর্পোরেট কর, সম্পদ কর বাড়িয়ে এবং উত্তরাধিকার কর চালু করে সেই আয় গরিবদের জন্য বরাদ্দ করা হোক। আরও কমানো হোক সাধারণ মানুষের খাদ্য সামগ্রী এবং ওষুধের উপর জিএসটি-র বোঝা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন