Mobile TV

সিম কার্ড না ভরেই ফোনে টিভি, আপত্তি জানাল মোবাইল সংস্থাগুলির সংগঠন

সিওএআই আপত্তি তুলেছে প্রসার ভারতীর প্রকল্প রূপায়ণের প্রক্রিয়া নিয়েও। তাদের দাবি, এই প্রযুক্তি নিয়ে যে পরীক্ষা করা হয়েছিল, তার রিপোর্ট টেলি সংস্থাগুলিকে অন্ধকারে রেখে প্রকাশ করা হল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৬:৪৬
Share:

—প্রতীকী চিত্র।

নাম, ‘ডিরেক্ট টু মোবাইল’। কাজ, মোবাইলের সংযোগ ছাড়াই ফোনে সরাসরি টেলিভিশন সম্প্রচার। অর্থাৎ এই প্রযুক্তি ব্যবহার করে ফোনে সিম কার্ড না ভরেও টিভি দেখতে পারবেন গ্রাহক। পরীক্ষামূলকভাবে প্রসার ভারতী এই প্রযুক্তি চালু করায় আশঙ্কা প্রকাশ করল মোবাইল সংস্থাগুলির সংগঠন সিওএআই। সম্প্রতি পরীক্ষার ফল বেরিয়েছে। যা সফল হলে দেশের মানুষের জন্য এই প্রযুক্তি চালু হতে পারে। সিওএআই-এর দাবি, এ ভাবে ‘ডিরেক্ট টু মোবাইল’ চালু হলেও এতে স্বচ্ছতা এবং প্রযুক্তি-নিরপেক্ষ কাঠামোর অভাব রয়েছে।

সংগঠনটির অভিযোগ, এই প্রযুক্তিবর্তমান ও ভবিষ্যতের ৫জি স্পেকট্রাম ব্যান্ডের উপর সরাসরি প্রভাব ফেলবে। নিরাপত্তা-সমস্যা তৈরি হতে পারে। সিওএআই আপত্তি তুলেছে প্রসার ভারতীর প্রকল্প রূপায়ণের প্রক্রিয়া নিয়েও। তাদের দাবি, এই প্রযুক্তি নিয়ে যে পরীক্ষা করা হয়েছিল, তার রিপোর্ট টেলি সংস্থাগুলিকে অন্ধকারে রেখে প্রকাশ করা হল। সংগঠনের ডিজি এস পি কোছরের কথায়, ‘‘এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা,নিরপেক্ষতা বজায় রাখা ও সব পক্ষেরকথা শোনা জরুরি। কারণ এর সঙ্গেঅনেকেই জড়িত।’’ আইআইটি কানপুরের সঙ্গে ২০১৯-এ চুক্তি করেপ্রসার ভারতী। তা অনুযায়ী সংযোগ ছাড়াই সরাসরি ফোনে টিভি দেখার প্রযুক্তি চালু হয় পরীক্ষামূলক ভাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন