Gautam Adani

আদানিদের বিরুদ্ধে তদন্তে কেন মার্কিন সংস্থাকে সাহায্য নয়, প্রশ্নের মুখে কেন্দ্র

আমেরিকার আদালতে আদানি গ্রিন এনার্জির (এজিএল) বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছিল, বাজারের থেকে বেশি দামে সৌর বিদ্যুৎ সরবরাহের জন্য বরাত পেতে ভারতে বিভিন্ন রাজ্যে সরকারি আধিকারিকদের গৌতম, সাগরেরা ২২০০ কোটি টাকা (২৬.৫০ কোটি ডলার) ঘুষ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ০৮:০২
Share:

আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। —ফাইল চিত্র।

গত বছর আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর-সহ বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে ভারতে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল। এই তদন্তে কেন মোদী সরকার আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক এসইসি-কে সাহায্য করছে না, শনিবার সেই প্রশ্ন তুললেন আইনজীবী প্রশান্ত ভূষণ। শুক্রবার এসইসি জানিয়েছিল, এই তদন্তের বিষয়টি নিয়ে এর আগে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছিল তারা। তবে তা এখনও এগোয়নি।

আমেরিকার আদালতে আদানি গ্রিন এনার্জির (এজিএল) বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছিল, বাজারের থেকে বেশি দামে সৌর বিদ্যুৎ সরবরাহের জন্য বরাত পেতে ভারতে বিভিন্ন রাজ্যে সরকারি আধিকারিকদের গৌতম, সাগরেরা ২২০০ কোটি টাকা (২৬.৫০ কোটি ডলার) ঘুষ দিয়েছেন। সেই প্রকল্পের জন্যই আমেরিকা ব্যাঙ্ক ও লগ্নিকারীদের থেকে প্রকল্পের জন্য টাকা তোলে এজিএল। যা প্রতারণা। যদিও বারবারই এই অভিযোগ খারিজ করেছে আদানি গোষ্ঠী।

এই অবস্থায় এসইসি শুক্রবার নিউ ইয়র্কের আদালতে জানিয়েছে, গৌতম আদানিকে আইনি নথি পাঠানোর চেষ্টা করছে তারা। তাঁকে ও তাঁর আইনজীবীকে নোটিস পাঠানো হয়েছে। ভারতে বসবাসকারী গৌতমের কাছে এখনও সরকারি ভাবে সমন পৌঁছয়নি। তবে আন্তর্জাতিক চুক্তির (হেগ সার্ভিস কনভেনশন) অধীনে তাঁকে সেই সমন পাঠানোর চেষ্টা করছে তারা। এক্স-এ প্রশান্তের বক্তব্য, ‘‘হেগ কনভেনশনের অধীনে বাধ্য হওয়া সত্ত্বেও, মোদী সরকার আদানিকে এসইসি-র সমন পাঠানোয় সাহায্য করছে না।... এটা কি আদানির দায়িত্ব সরকারের কাঁধে নাকি কেন্দ্রের দায়িত্ব আদানির ঘাড়ে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন