Share Market

সূচকের লাফ

বিশেষজ্ঞদের দাবি, সুদ কমিয়ে চাহিদা তৈরি করতে চেয়েছে শীর্ষ ব্যাঙ্ক। ঋণের জোগান বাড়াতে ব্যাঙ্কের হাতে নগদ জোগান বৃদ্ধিরও ব্যবস্থা করেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ০৮:১৩
Share:

সেনসেক্স ৭৪৬.৯৫ পয়েন্ট উঠে থামল ৮২,১৮৮.৯৯ অঙ্কে। —প্রতীকী চিত্র।

রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ঘোষণার আগে সতর্ক ছিল শেয়ার বাজার। আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্র সুদ একলপ্তে ৫০ বেসিস পয়েন্ট কমাতেই শুরু হল দৌড়। সেনসেক্স ৭৪৬.৯৫ পয়েন্ট উঠে থামল ৮২,১৮৮.৯৯ অঙ্কে। সারা দিনে উত্থান প্রায় ৯০০। নিফ্‌টি এ দিন ২৫২.১৫ এগিয়ে ফের ঢুকে পড়েছে ২৫ হাজারের ঘরে।

বিশেষজ্ঞদের দাবি, সুদ কমিয়ে চাহিদা তৈরি করতে চেয়েছে শীর্ষ ব্যাঙ্ক। ঋণের জোগান বাড়াতে ব্যাঙ্কের হাতে নগদ জোগান বৃদ্ধিরও ব্যবস্থা করেছে। আন্তর্জাতিক দুনিয়ার তীব্র অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে তারা যে চাহিদা, লগ্নি ও এই দুইয়ের হাত ধরে আর্থিক বৃদ্ধিকে ঠেলে তুলতে বদ্ধপরিকর, সেটা ছিল স্পষ্ট। তার উপরে মূল্যবৃদ্ধির পূর্বাভাসও কমিয়ে ৩.৭% করা হয়েছে। গভর্নর ৭-৮ শতাংশের মধ্যে আর্থিক বৃদ্ধির হারকে তুলে আনার বার্তা দিয়েছেন। লগ্নিকারীরা তাই শেয়ার কিনতে ঝাঁপান। এ দিন বাড়তে দেখা গিয়েছে মূলত সুদের সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিভিন্ন সংস্থার শেয়ার দরক। উঠেছে ব্যাঙ্ক, গাড়ি ও আবাসন শিল্পের সূচক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন