— প্রতীকী চিত্র।
একলপ্তে ৫০ পয়সা বেড়ে গেল ডলার। শুক্রবার ভারতীয় মুদ্রাকে আরও নামিয়ে ৯০.৮৪ টাকা ছুঁল তার দাম। এই নিয়ে তিন দিন ধরে পড়ছে টাকা। এর আগে ১৬ ডিসেম্বর ডলার সর্বোচ্চ হয় ৯০.৯৩ টাকা ছুঁয়ে। ৯১.১৪ টাকায় পৌঁছে গড়ে লেনদেন মধ্যবর্তী সর্বোচ্চ দামের রেকর্ড। এ দিন যা ছিল ৯০.৮৯ টাকা। বিশেষজ্ঞদের দাবি, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি এর অন্যতম কারণ। আমদানিকারীরা বাড়তি ডলার কেনায় তার চাহিদা বেড়েছে। আর একটি কারণ, ভারতের বাজারে বিদেশি লগ্নিকারীদের শেয়ার বিক্রি। তাতে হওয়া মুনাফা ডলারে বদলে নেওয়ার তাগিদও তার চাহিদা বাড়ায়। যা টেনে নামায় টাকাকে। সংশ্লিষ্ট মহল বলছে, ভারতের বাণিজ্য ঘাটতি মাথা তুলে ২৫০৪ কোটি ডলার হওয়াও টাকাকে চাপে ফেলেছে।
পটনা আইআইটির অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামনিক বলেন, ‘‘টাকার লাগাতার অবমূল্যায়নে ডলার ৯৫ টাকা হতে পারে। তবে রিজ়ার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ না করাই ভাল। ডলারের দাম বিশ্ব জুড়ে বাড়ছে। টাকার পতন রুখতে আরবিআই ডলার বেচলে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার ক্ষতিগ্রস্ত হবে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে