Electric Transport

গণ-পরিবহণের অর্ধেকই বৈদ্যুতিক চায় রাজ্য

বৃহস্পতিবার রাজ্যের অপ্রচলতি শক্তি মন্ত্রী গোলাম রব্বানি জানান, ২০৭০-এর মধ্যে দেশে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর যে লক্ষ্য স্থির হয়েছে, তাতে রাজ্যের ভূমিকাও গুরুত্বপূর্ণ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ০৬:৩৫
Share:

পাঁচ বছরে গণ-পরিবহণ ব্যবস্থার অর্ধেক বৈদ্যুতিক করার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য। —প্রতীকী চিত্র।

বেশ কিছু দিন ধরেই বৈদ্যুতিক গাড়িতে জোর দেওয়ার বার্তা দিচ্ছে রাজ্য। এ বার কার্বন নিঃসরণ কমাতে গণ-পরিবহণে জ্বালানি দূষণহীনে বদলের পরিকল্পনা তুলে ধরল তারা। বৃহস্পতিবার রাজ্যের অপ্রচলতি শক্তি মন্ত্রী গোলাম রব্বানি জানান, ২০৭০-এর মধ্যে দেশে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর যে লক্ষ্য স্থির হয়েছে, তাতে রাজ্যের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই দফতরের তরফে একেবারে প্রাথমিক স্তর থেকে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। অপ্রচলিত শক্তি দফতরের সচিব বরুণ রায় জানিয়েছেন, পরিকল্পনার অঙ্গ হিসেবে পাঁচ বছরে গণ-পরিবহণ ব্যবস্থার অর্ধেক বৈদ্যুতিক করার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য।

বণিকসভা মার্চেন্টস চেম্বারের এক সভায় তিনি বলেন, ‘‘রাজ্যে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অত্যন্ত কম। এই দিকটি আলাদা করে সকলকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। কারণ, পরিবেশ রক্ষার কথা না ভাবলে সমস্যা আরও বাড়বে। তাই রাজ্যের পক্ষ থেকে গণ-পরিবহণে আরও বেশি করে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।’’

এ দিন অপ্রচলিত শক্তিচালিত বিদ্যুতেও জোর দেন বরুণ। জানান, রাজ্যের বিভিন্ন সড়কে সৌরবিদ্যুতের আলো ব্যবহারের ফলেই রাজ্য সরকার বছরে ৩৫০ কোটি টাকা বাঁচাতে পেরেছে। সরকারি ক্ষেত্রে আরও বেশি করে যাতে এই ধরনের আলো ব্যবহার করা হয়, সে জন্য পদক্ষেপ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন